প্রশ্নঃ নির্দেশনা কাকে বলে?(Guidance)
§ নির্দেশনাঃ
‘Guidance’
শব্দটির উৎপত্তি ইংরেজি 'Guide'
শব্দটি থেকে যার অর্থ হল পরিচালনা করা, নিয়ন্ত্রণ করা, পথ দেখানো বা নির্দেশ দেওয়া।
অর্থাৎ ‘Guidance’
বা ‘নির্দেশনা’ হল- “কোনো ব্যক্তিকে নির্দিষ্ট পথে পালিত করার প্রচেষ্টা”। প্রকৃত অর্থে নির্দেশনা হল নিজের সঙ্গে নিজের বোঝাপড়া
এবং নিজস্ব সিদ্ধান্ত গ্রহন করার প্রক্রিয়া।
মনোবিদ Crow
এবং Crow-এর
মতে (1960),
নির্দেশনা হল প্রশিক্ষণ প্রাপ্ত দক্ষ ব্যক্তির পরামর্শদানের দ্বারা যে-কোনো বয়সের
যে-কোনো ব্যক্তিকে তার জীবনের যে-কোনো সমস্যার সমাধানে নিজ সিদ্ধান্ত গ্রহণে সাহায্য
করা।
নির্দেশনা হল এক প্রক্রিয়া
যা ব্যক্তিকে তার শিক্ষাগত, বৃত্তিগত ও মানসিক গুণাবলি সম্পর্কে অবহিত হতে ও বিকাশে সাহায্য করে এবং যার
ফলে ব্যক্তি নিজে সুখী হয় এবং সমাজের প্রয়োজনেও আসে।
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই
আমাদের প্রতিশ্রুতি
6295916282;
7076398606
মাসে ২০টাকা বেতনে পড়াশুনা করতে অবশ্যই যোগাযোগ করো আমাদের সঙ্গে।
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।