Q. Write a short note on S.T.M.?
(S.T.M. বা স্বল্পস্থায়ী স্মৃতি বলতে কী বোঝ?)
***********************************************
§ স্বল্পস্থায়ী স্মৃতিঃ (Short Term
Memory):
এই ধরনের স্মৃতি সাময়িক, কিন্তু
একেবারে অল্প সময়ের জন্য নয়। স্বল্পস্থায়ী স্মৃতির সংরক্ষন ক্ষেত্র প্রায় 30 সেকেন্ড। কয়েক
সেকেন্ড বা তারও কম সময় যে স্মৃতি স্থায়ী হয় তাই স্বল্পস্থায়ী স্মৃতি । একটি পাত্রের
দিকে এক পলক তাকানোর ফলে পাত্রটির আকার কেমন ছিল, বর্ণ কি ছিল ইত্যাদি যে সব তথ্য মস্তিস্কে
সংরক্ষিত হয় তা স্বল্পস্থায়ী স্মৃতির উদাহরণ । অথবা একসারি শব্দ এক সেকন্ডের পর্যবেক্ষণে
পর যতগুলো মনে রাখা যাই তাও স্বল্পস্থায়ী স্মৃতির উদাহরণ । স্বল্পস্থায়ী স্মৃতির পরিসর
কম।
উইলিয়াম জেমস্ এই ধরনের স্মৃতির
ওপর বিভিন্ন পরীক্ষা করেন। স্বল্পস্থায়ী স্মৃতির ওপর
Wough
এবং Morgan-এর পরীক্ষাও বিশেষভাবে
উল্লেখযোগ্য।
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই
আমাদের প্রতিশ্রুতি
6295916282; 7076398606
তুমি যদি আমাদের কাছে Online-এ পড়তে চাও তাহলে মাত্র ২০ টাকা মাসিক বেতনের বিনিময়ে পড়তে পাড়বে।
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।