শিক্ষা ও শিক্ষা-মনোবিদ্যার মধ্যে পার্থক্য লেখো।

Nil's Niva
0

 

Q. Write the difference between Education and Educational Psychology.

(শিক্ষা ও শিক্ষা-মনোবিদ্যার মধ্যে পার্থক্য লেখো।)

**********************************************

§  শিক্ষা ও শিক্ষা-মনোবিদ্যার মধ্যে পার্থক্যঃ

               শিক্ষার সঙ্গে মনোবিদ্যার সম্পর্ক অত্যন্ত গভীর। প্রকৃতপক্ষে শিক্ষার অন্যতম ভিত্তি হল মনোবিদ্যা। শিক্ষার সঙ্গে মনোবিদ্যার এই সম্পর্ককে ভিত্তি করে শিক্ষা-মনোবিদ্যা একটি পৃথক জ্ঞানের বিষয় বলে বিবেচিত হয়েছে। কিন্তু এ কথা মনে করলে ভুল হবে যে শিক্ষা ও মনোবিদ্যা এক। শিক্ষা ও মনোবিদ্যার মধ্যে কতকগুলি মৌলিক পার্থক্য রয়েছে। পার্থক্যগুলি নিম্নে উল্লেখ করা হল-  

প্রথমত, মনোবিজ্ঞান বিষয়নিষ্ঠ বিজ্ঞান। অপরদিকে শিক্ষা নিয়মনিষ্ঠ বিজ্ঞান।

দ্বিতীয়ত, শিক্ষা কেবল মনোবিজ্ঞানের সঙ্গে সম্পর্কিত নয়, শিক্ষা দর্শন, সমাজ ও অর্থনীতির সঙ্গে সম্পর্কিত।

তৃতীয়ত, মনোবিজ্ঞান একটি মৌলিক বিজ্ঞান, সেই অর্থে শিক্ষা মৌলিক বিজ্ঞান নয়। দর্শন, মনোবিজ্ঞান, সমাজবিজ্ঞান, অর্থনীতি প্রভৃতি সব নিয়েই শিক্ষাবিজ্ঞান।

চতুর্থত, মনোবিজ্ঞান আচরণ বিশ্লেষণ, আচরণ সম্পৰ্কীয় তথ্য ও নীতি আবিষ্কার এবং আচরণের নিয়ন্ত্রণ কৌশল সম্পর্কে অধ্যয়ন করে। অপরদিকে শিক্ষা আচরণ সম্পর্কীয় তত্ত্ব, নীতি, কৌশল ইত্যাদি শিক্ষাক্ষেত্রে প্রয়োগ করে এবং শিক্ষা শিখনকে কার্যকারী করে তোলে। এই অর্থে মনোবিজ্ঞান হল শুদ্ধ বিজ্ঞান এবং শিক্ষা হল প্রয়োগিক বিজ্ঞান।  

পঞ্চমত, দেশ, সমাজ, ঐতিহ্য, সংস্কৃতি ইত্যাদি ভেদে শিক্ষার লক্ষ্য, পাঠক্রম কর্মসূচি সবেরই পরিবর্তন দেখা যায়। মনোবিজ্ঞান স্থান, সমাজ, ঐতিহ্য, সংস্কৃতি নিরপেক্ষ।  

জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার

তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি

6295916282; 7076398606

তুমি যদি আমাদের কাছে Online-এ পড়তে চাও তাহলে মাত্র ২০ টাকা মাসিক বেতনের বিনিময়ে পড়তে পাড়বে।

জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার

তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি

অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
bookstore