CBCS 4th Semester CC-4 Paper 8 প্রাগাধুনিক সাহিত্য Calcutta University Bengali Honours Syllabus

Nil's Niva
0

 

 Calcutta University

Bengali Honours Syllabus

CBCS 4th Semester CC-4 Paper 8

প্রাগাধুনিক সাহিত্য

মডিউল-১ :উপন্যাস(যে-কোনো একটি)

§  প্রারম্ভিক আলোচনাঃ

নীরদনয়নে নীর ঘন সিঞ্চনে

আজু হাম কি পেখলু নবদ্বীপ চন্দ

দাঁড়াইয়া নন্দের আগে গোপাল কান্দে অনুরাগে

ঘরের বাহিরে দণ্ডে শতবার

রূপ লাগি আঁখি ঝুরে গুণে মন ভোর

এমন পিরীতি কভু নাহি দেখি শুনি

সখি কি পুছসি অনুভব মোয়

কণ্টক গাড়ি কমল সম পদতল

মন্দির বাহির কঠিন কপাট

কি মোহিনী জান বধুঁ কি মোহিনী জান  

বধুঁ তুমি যে আমার প্রাণ

অঙ্কুর তপন তাপে যদি জারব

বহুদিন পরে বধুঁয়া এলে

তাতল সৈকত বারি-বিন্দুসম

মডিউল-২ :

§  চন্ডীমঙ্গল(১-ম খন্ড)-মুকুন্দ চক্রবর্তী(কলিকাতা বিশ্ববিদ্যালয়ের সংস্করণ)।

মডিউল-৩: শাক্ত পদাবলী (কলিকাতা বিশ্ববিদ্যালয়ের সংষ্করণ)

§  প্রারম্ভিক আলোচনাঃ

গিরিবর, আর আমি পারিনে হে, প্রবোধ দিতে উমারে (বাল্যলীলা)

গিরি, এবার আমার উমা এলে (আগমনী)

কবে যাবে বল গিরিরাজ (ঐ)

বারে বারে কহ রাণি, গৌরী আনিবারে (ঐ)

ওহে হর গঙ্গাধর, কর অঙ্গীকার (ঐ)

গিরিরাণি, এই নাও তোমার উমারে (ঐ)

ওরে নবমী নিশি, না হইও রে (বিজয়া)

ওহে প্রাণনাথ গিরিবর হে (ঐ)

কেবল আসার আশা, ভবে আসা (ভক্তের আকুতি)

মাগো তারা ও শঙ্করি (ঐ)

মা আমায় ঘুরাবে কত (ঐ)

আমি কি দুখেরে ডরাই? (ঐ)

আমায় দেও মা তবিলদারী (ঐ)

এমন দিন কি হবে তারা (ঐ)

জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার

তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি

6295916282; 7076398606 

জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার

তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি

অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
bookstore