Calcutta University
Bengali Honours Syllabus
CBCS 4th Semester CC-4 Paper 9
ছন্দ, অলংকার ও কাব্যতত্ত্ব
মডিউল-১ :ছন্দঃ
কবিতা ও ছন্দ- সাধারণ আলোচনাঃ
§
দল / অক্ষর, কলা / মাত্রা, যতি, যতিলোপ, পর্ব, পতি/চরণ, ছত্র, পদ।
§
বাংলা ছন্দের ত্রিধারা।
§
মিশ্রবৃত্ত / তানপ্রধান / অক্ষরবৃত্ত – উদাহরণসহ বৈশিষ্ট্য সরল কলাবৃত্ত /কলাবৃত্ত/ধ্বনি
প্রধান/ মাত্রাবৃত্ত — উদাহরণসহ বৈশিষ্ট্য।
§
দলবৃত্ত / শ্বাসাঘাত প্রধান / বলবৃত্ত / স্বরবৃত্ত ছড়ার ছন্দ/ লৌকিক ছন্দ–
উদাহরণসহ বৈশিষ্ট্য।
§
বাংলা ছন্দের কয়েকটি রূপবন্ধের পরিচয় ও উদাহরণসহ আলোচনা— পয়ার, সনেট, অমিত্রাক্ষর,
মুক্তক, গদ্যছন্দ।
§
ছন্দোলিপি প্রণয়ন (পর্ব, পদ, পতি, লয়, মাত্রা ও রীতির উল্লেখ বাঞ্ছনীয়)
মডিউল-২ : অলংকারঃ
§
কবিতা ও অলঙ্কার- সাধারণ আলোচনাঃ
§
উদাহরণসহ সংজ্ঞা— অনুপ্রাস, শ্লেষ, যমক, বক্রোক্তি।
§
উদাহরণসহ সংজ্ঞা— উপমা, রূপক, সমাসোক্তি, উৎপ্রেক্ষা অপহ্নুতি, দৃষ্টান্ত, ব্যতিরেক,
বিরোধ,অর্থাস্তরন্যাস, ব্যাজস্তুতি।
§
অলংকার নির্ণয়।
মডিউল-৩: কাব্যতত্ত্বঃ
§
কাব্য জিজ্ঞাসা-অতুলচন্দ্র গুপ্ত(পাঠ্য-ধ্বনি ও রস)।
§
অনুকরণতত্ত্ব।
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ
গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
6295916282;
7076398606
মাসে ২০টাকা বেতনে পড়াশুনা করতে অবশ্যই যোগাযোগ করো আমাদের সঙ্গে।
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।