Calcutta University
Bengali Honours Syllabus
CBCS 1st Semester CC-1 Paper 2
বর্ণনামূলক
ভাষাবিজ্ঞান ও বাংলা ভাষা
মডিউল-১
§
ধ্বনি, বর্ণ, অক্ষর- সংজ্ঞার্থ ও পারস্পরিক সম্পর্ক।
§
উচ্চারণস্থান ও উচ্চারণপ্রকৃতি অনুযায়ী বাংলা স্বর ও ব্যঞ্জনধ্বনিগুলির পরিচয়।
§
মৌলিক স্বরধ্বনি ও স্বনিমের ধারণা।
§
বাংলা ভাষার শব্দ ভাণ্ডার।
মডিউল-২
§
শব্দ বিবর্তন, বাংলা ভাষার ধ্বনি পরিবর্তনের রীতি ও প্রকৃতি।
§
বাংলা শব্দার্থ পরিবর্তনের ধারা, বাংলা ভাষার উপভাষা।
মডিউল-৩
§
বাংলা ভাষার রূপতাত্ত্বিক আলোচনা – বচন, লিঙ্গ, পুরুষ, সমাস, বিভক্তি, কারক,
প্রত্যয়, ক্রিয়ার কাল ও অব্যয়।
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ
গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
6295916282;
7076398606
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।