Calcutta University
Bengali Honours Syllabus
CBCS 1st Semester CC-1
বাংলা সাহিত্যের ইতিহাস (১৮০০খ্রিঃ পর্যন্ত)
মডিউল-১
§
বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাস সম্পর্কিত সাধারণ ধারণা।
§
বাংলা সাহিত্যের যুগবিভাগ – প্রসঙ্গ ও বিতর্ক।
§
বাংলা ভাষা ও সাহিত্যের আদি পর্বের গতিপ্রকৃতি ও নিদর্শন সমূহ।
§
চর্যাপদ।
§
শ্রীকৃষ্ণকীর্তন ।
মডিউল-২
§
অনুবাদ সাহিত্য-ভাগবত, রামায়ণ ও মহাভারত।
§
বৈষ্ণব পদাবলী- বিদ্যাপতি, চণ্ডীদাস, জ্ঞানদাস, গোবিন্দদাস।
§
চৈতন্য-চরিত সাহিত্য-চৈতন্যভাগবত, শ্রীচৈতন্যচরিতামৃত।
মডিউল-৩
§
মঙ্গলকাব্যের উদ্ভব ও বিকাশ।
§
মনসামঙ্গল, ধর্মমঙ্গল, চণ্ডীমঙ্গল ও অন্নদামঙ্গল।
§
প্রণয়োপাখ্যান — শাহ মহম্মদ সগীর, দৌলত কাজী ও আলাওল।
§
শাক্ত পদাবলী- রামপ্রসাদ সেন ও কমলাকান্ত ভট্টাচার্য।
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ
গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
6295916282;
7076398606
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।