CBCS 2nd Semester CC-2 Paper 1বাংলা সাহিত্যের ইতিহাস (উনিশ শতক) Calcutta University Bengali Honours Syllabus

Nil's Niva
0

 

 Calcutta University

Bengali Honours Syllabus

CBCS 2nd Semester CC-2 Paper 1

বাংলা সাহিত্যের ইতিহাস (উনিশ শতক)

মডিউল-১                

ধ্বনি কাব্য-কবিতা ও নাটক-প্রহসন

§  বাংলা কাব্যে আধুনিকতার সঞ্চার- প্রেক্ষাপট ও স্বরূপ।

§  ঈশ্বরচন্দ্র গুপ্ত, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়।

§  মধুসুদন দত্ত, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, নবীনচন্দ্র সেন।

§  বিহারীলাল চক্রবর্তী, রবীন্দ্রনাথ ঠাকুর, গিরীন্দ্রমোহিনী দাসী।

****************************************************

§  আধুনিক বাংলা নাটকের উদ্ভব ও বিকাশ।

§  মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র।

§  অমৃতলাল বসু, গিরিশচন্দ্র ঘোষ, রবীন্দ্রনাথ ঠাকুর।  

মডিউল-২

শব্দ কথাসাহিত্য ও সাময়িক পত্র

§  নকশা-কথাগদ্য থেকে উপন্যাস — বাংলা উপন্যাসের উদ্ভব ও বিকাশ।

§  ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়, প্যারীচাঁদ মিত্র, কালীপ্রসন্ন সিংহ।

§  বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তারকনাথ গঙ্গোপাধ্যায়।

§  রমেশচন্দ্র দত্ত, স্বর্ণকুমারী দেবী।

§  বাংলা ছোটগল্পের উদ্ভবের প্রেক্ষাপট ও রবীন্দ্রনাথ।

****************************************************

§  বাংলা সাময়িক পত্রের উদ্ভব ও বিকাশ।

§  সংবাদ প্রভাকর, তত্ত্ববোধিনী পত্রিকা, বিবিধার্থ সংগ্রহ, মাসিক পত্রিকা, সোমপ্রকাশ, বঙ্গদর্শন, ভারতী।

মডিউল-৩

গদ্য ও প্রবন্ধ

§  বাংলা সাহিত্যে গদ্য রীতি গৃহীত হওয়ার পটভূমি।

§  বাংলা গদ্যের চর্চা ও বিকাশে শ্রীরামপুর মিশন ও ফোর্ট উইলিয়ম কলেজের ভূমিকা।

§  বাংলা গদ্যের বিকাশে বিভিন্ন সাময়িক পত্রের অবদান।

§  বাংলা গদ্য ও প্রবন্ধ সাহিত্যের বিকাশে রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অক্ষয়কুমার দত্ত, প্যারীচাঁদ মিত্র, কালীপ্রসন্ন সিংহ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মীর মশাররফ হোসেন ও বিবেকানন্দের অবদান।

জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার

তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি

6295916282; 7076398606 

জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার

তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি

অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
bookstore