Calcutta University
Bengali Honours Syllabus
CBCS 2nd Semester CC-2 Paper 1
বাংলা
সাহিত্যের ইতিহাস (উনিশ শতক)
মডিউল-১
ধ্বনি কাব্য-কবিতা ও নাটক-প্রহসন
§
বাংলা কাব্যে আধুনিকতার সঞ্চার- প্রেক্ষাপট ও স্বরূপ।
§
ঈশ্বরচন্দ্র গুপ্ত, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়।
§
মধুসুদন দত্ত, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, নবীনচন্দ্র সেন।
§
বিহারীলাল চক্রবর্তী, রবীন্দ্রনাথ ঠাকুর, গিরীন্দ্রমোহিনী দাসী।
****************************************************
§
আধুনিক বাংলা নাটকের উদ্ভব ও বিকাশ।
§
মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র।
§
অমৃতলাল বসু, গিরিশচন্দ্র ঘোষ, রবীন্দ্রনাথ ঠাকুর।
মডিউল-২
শব্দ কথাসাহিত্য ও সাময়িক পত্র
§
নকশা-কথাগদ্য থেকে উপন্যাস — বাংলা উপন্যাসের উদ্ভব ও বিকাশ।
§
ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়, প্যারীচাঁদ মিত্র, কালীপ্রসন্ন সিংহ।
§
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তারকনাথ গঙ্গোপাধ্যায়।
§
রমেশচন্দ্র দত্ত, স্বর্ণকুমারী দেবী।
§
বাংলা ছোটগল্পের উদ্ভবের প্রেক্ষাপট ও রবীন্দ্রনাথ।
****************************************************
§
বাংলা সাময়িক পত্রের উদ্ভব ও বিকাশ।
§
সংবাদ প্রভাকর, তত্ত্ববোধিনী পত্রিকা, বিবিধার্থ সংগ্রহ, মাসিক পত্রিকা, সোমপ্রকাশ,
বঙ্গদর্শন, ভারতী।
মডিউল-৩
গদ্য ও প্রবন্ধ
§
বাংলা সাহিত্যে গদ্য রীতি গৃহীত হওয়ার পটভূমি।
§
বাংলা গদ্যের চর্চা ও বিকাশে শ্রীরামপুর মিশন ও ফোর্ট উইলিয়ম কলেজের ভূমিকা।
§
বাংলা গদ্যের বিকাশে বিভিন্ন সাময়িক পত্রের অবদান।
§
বাংলা গদ্য ও প্রবন্ধ সাহিত্যের বিকাশে রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর,
অক্ষয়কুমার দত্ত, প্যারীচাঁদ মিত্র, কালীপ্রসন্ন সিংহ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়,
মীর মশাররফ হোসেন ও বিবেকানন্দের অবদান।
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ
গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
6295916282;
7076398606
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।