Discuss the importance of Epics as sources of Ancient Indian History.

Nil's Niva
0

 Q. Discuss the importance of Epics as sources of Ancient Indian History.

·     মহাকাব্যের গুরুত্বঃ

                                    বৈদিক সাহিত্যের পর রামায়ণ ও মহাভারত এই দুটি মহাকাব্যের কথা বলা যায় । এই মহকাব্য দুটির আনুমানিক রচনাকাল হল খ্রিস্টপূর্ব পঞ্চম শতক থেকে খ্রিস্টীয় চতুর্থ শতকের মধ্যে । প্রাচীনকালের বিভিন্ন রাজকাহিনী, আর্যদের সঙ্গে অনার্যদের সংঘর্ষের কাহিনী, দক্ষিণ ভারতে আর্য সভ্যতার বিস্তার, সমকালীন সামাজিক অবস্থা প্রভৃতি জানার কাজে মহাকাব্য দুটি প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে খুবই সহায়তা করে থাকে । রামায়ণ ও মহাভারত এই দুই মহাকাব্য থেকে পরবর্তী বৈদিক যুগের রাজবংশগুলির কীর্তিকলাপ, আর্য-অনার্য সংঘর্ষ, দাক্ষিণাত্যে আর্য সংস্কৃতির প্রসার এবং সেই যুগের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক জীবন, বিভিন্ন সামাজিক প্রথা, বর্ণব্যবস্থা, সমাজে নারী ও শূদ্রের অবস্থান প্রভৃতি বিষয়ে তথ্য পাওয়া যায়।

জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার

তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি

অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
bookstore