Write a short note on Malguzari Zaminders.

Nil's Niva
0

 Q. Write a short note on Malguzari Zaminders.

§  মালগুজারি জমিদারঃ

মোগল যুগে ভারতে এমন কোনো পরগণা ছিল না যেখানে কোনো জমিদার ছিল না। সমস্ত দেশে ছড়িয়ে থাকা জমিদারদের ক্ষমতা ও অধিকার সমান ছিল না। মোগল যুগে জমিদারদের প্রকৃতিগত তারতম্যের ভিত্তিতে প্রধান তিনটি শ্রেণীতে ভাগ করা হয়।এই তিনটি শ্রেণী ছিল-

§  প্রথম স্তরে ছিল ভূমাধীকারী সমস্ত রাজা।

§  দ্বিতীয় স্তরে ছিল মধ্যস্বত্ত্বভোগী জমিদার।এবং

§  তৃতীয় স্তরে ছিল ছোট ছোট জমিদার।

এই সব জমিদারদের মধ্যে একেবারে ণীচের স্তরে ছিল প্রাথমিক বা প্রান্তিক জমিদারগন।গ্রাম বা জমি জরিপের ভিত্তিতে এদের উপর রাজস্ব নির্ধারন হত বলে এদের ‘মাল গুজারী’ জমিদার বলা হত।এরা নিজেরাই জমি চাষ করত।

জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার

তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি

অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
bookstore