Write a short note on ‘Jaat’ & ‘Sawar’

Nil's Niva
0

 Q.Write a short note on ‘Jaat’ & ‘Sawar’.

               মনসবদার পদের সঙ্গে ‘জাট’ ও ‘সওয়ার’ নামে দুটি পদের উল্লেখ পাওয়া যায়। এর অর্থ নিয়ে পন্ডিতদের মধ্যে প্রবল মতপার্থক্য রয়েছে। তবে মোটামুটিভাবে বলা যায়-‘জাট’ হল মনসবদারদের ব্যক্তিগত পদমর্যাদা ও তার প্রাপ্ত বেতনের পরিচায়ক। ‘সওয়ার’ হল মনসবদারদের অধিনস্ত সেনার সংখ্যার পরিচায়ক।

               মনসবদারদের যে পরিমান সেনা রাখার কথা ছিল তা তারা রাখতেন না। এইজন্য আকবর তার রাজত্বকালে চল্লিশতম বর্ষে ‘জাট’ ও ‘সওয়ার’ নামে পদ দুটি চালু করেন এবং মনসবদারদের তিনটি শ্রেণীতে বিভক্ত করেন-

§  প্রথমত, যে মনসবদার তাঁর জাট মর্যাদার সমান সংখ্যক সওয়ার রাখতেন তিনি ছিলেন প্রথম শ্রেণীভুক্ত মনসবদার।

§  দ্বিতীয়ত, যিনি অর্ধেক বা তার বেশী সওয়ার রাখতেন তিনি দ্বিতীয় শ্রেণীভুক্ত মনসবদার।  

§  তৃতীয়ত, যিনি জাট মর্যাদার অর্ধেকের কম সওয়ার রাখতেন তিনি তৃতীয় শ্রেণীভুক্ত মনসবদার।

জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার

তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি

অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
bookstore