Q. Write a short note on Nadu.
চোল শাসনব্যবস্থার
সর্বনিম্ন স্তরে ছিল গ্রাম। এই যুগে কতকগুলি গ্রামের সমষ্টিকে বলা হত ‘নাডু’।
‘নাডু’-গুলির ওপরে বড়ো
গ্রাম, যাকে বলা হত ‘তানিয়ুর’।
কয়েকটি ‘তানিয়ুর' নিয়ে গড়ে উঠত 'বলনাডু'। 'বলনাডু’-এর
ওপরে অবস্থিত ছিল ‘প্রদেশ'। আঞ্চলিক শাসনতান্ত্রিক বিভাগ হিসেবে যে ‘নাড়ু’র
উল্লেখ আছে, তারও নিজস্ব ‘সভা’
ছিল।
একে বলা হত ‘নাত্তার’।
নাত্তার কিভাবে গঠিত হত তা স্পষ্ট নয়। সম্ভবত, নাড়ুর অন্তর্গত বিভিন্ন গ্রামের প্রতিনিধিদের
নিয়ে নাত্তার গঠিত হত। বিচার ও রাজস্ব আদায়-সংক্রান্ত কাজে এই নাত্তার “সভাকে সাহায্য
করতে বলে অনুমিত হয়।
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।