Q. Define the term on Feudalism.
§ সামন্ততন্ত্রঃ
অগ্রহার
ব্যবস্থার প্রবর্তনের ফলে ভূমি বা কৃষকের অবস্থান বদলে গিয়েছিল। প্রাচীন ভারতবর্ষের
ইতিহাস আধুনিক কালে পর্যালোচনা করতে গিয়ে কোনো কোনো ঐতিহাসিক প্রাচীন ভারতের অর্থনৈতিক
কাঠামোয় সামন্ততন্ত্রের উৎসের সন্ধান পেয়েছেন। প্রাচীন ভারতে সামন্ততন্ত্রের কথা
সর্বপ্রথম বলেছিলেন ভূপেন্দ্রনাথ দত্ত। বর্তমান ঐতিহাসিকদের মধ্যে কোসাম্বি ও শর্মা
দুজনই এবিষয় একমত যে গুপ্তযুগের শেষদিকে বাণিজ্য ও নগরের অবনতির ফলে ভারতীয় গ্রাম
প্রায় স্বয়ংসম্পূর্ণ হয়ে দাঁড়িয়েছিল। তবে ‘অগ্রহার’
ব্যবস্থার
প্রবর্তনের ফলে ভারতীয় সমাজ-রাজনীতি ও অর্থনীতিতে যে পরিবর্তন ঘটে তা ৩০০ খ্রিস্টাব্দ
হতে ৬৫০ খ্রিস্টাব্দের মধ্যে ঘটলেও তার ব্যাপ্তি ৬৫০ খ্রিস্টাব্দ হতে ১২০০ খ্রিস্টাব্দ
পর্যন্ত অটুট ছিল। অগ্রহার ব্যবস্থার ফলে অর্থাৎ ব্রাহ্মণ ও মন্দির প্রভৃতি ধর্মীয়
প্রতিষ্ঠানকে ভূমি হস্তান্তরিত করার ফলে যে এক নতুন ভূস্বামী শ্রেণীর উদ্ভব ঘটে তাকে
তাঁরা ‘সামন্ততন্ত্র’
বলে
অভিহিত করেছেন।
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।