Q. How do you Justify the Reign of Terror.
*****************************************************
§ সন্ত্রাসের রাজত্ব (Reign of Terror):
1793 সালে
21 শে জানুয়ারি ফরাসি সম্রাট ষোড়শ লুই এর প্রাণদণ্ডের ফলে ফ্রান্সের অভ্যন্তরীণ ও
পররাষ্ট্র ব্যাপারে এক ভয়ঙ্কর পরিস্থিতির উদ্ভব হয়| ইউরোপের বিভিন্ন দেশের স্বৈরাচারের
রাজন্যবর্গ আতঙ্কিত হয়ে ওঠেন এবং তারা বিপ্লবী ফ্রান্সের বিরুদ্ধে একটি শক্তিজোট গঠন
করেন |
1793 সালে ইংল্যান্ড,
অস্ট্রিয়া, প্রাশিয়া, স্পেন, পর্তুগাল, সার্ডিনিয়া ও নেপলস ফ্রান্সের বিরুদ্ধে প্রথম
শক্তিজোট গঠন করে এবং দ্রুত ফ্রান্স অভিমুখে অগ্রসর হয়| ইউরোপের বিভিন্ন রণাঙ্গনে
ফরাসি বাহিনী পরাজিত হতে থাকে| এরফলে নবগঠিত ফরাসি প্রজাতন্ত্র ও জাতীয় নিরাপত্তা
চরমভাবে বিঘ্নিত হয় |
ফ্রান্সের অভ্যন্তরেও
তখন চলছিল চরম অরাজকতা ও প্রতিবিপ্লবী আন্দোলন | চরম খাদ্যাভাব, নিত্য প্রয়োজনীয়
দ্রব্যাদির মূল্য বৃদ্ধি ও অভাব এবং খাদ্যের সন্ধানে প্যারিসের বহিরাগতদের ভিড় জটিল
পরিস্থিতির সৃষ্টি করে| জনসাধারণের এক বৃহদাংশ তখন প্রকাশ্যে সরকারের বিরোধিতা করতে
থাকে| জনগণ কর প্রদানে ও সেনাদল যোগদানে অসম্মত হয়| ফ্রান্স তখন মজুমদার, কালোবাজারি
ফাটকাবাজারদের স্বর্গরাজ্যে পরিণত হয়| রাজতন্ত্রের সমর্থকরা বিভিন্ন স্থানে বিপ্লবী
সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে| ফ্রান্সের 83 টি প্রদেশের মধ্যে 60 টিতে রাজতন্ত্রের
সমর্থকেরা বিদ্রোহ করে |
জাতীয় জীবনের
এই সংকটময় পরিস্থিতিতে দেশ ও জাতির স্বার্থে বিপ্লবী নেতৃবৃন্দ উপলব্ধি করেন যে, শিশু
প্রজাতন্ত্রকে রক্ষা করতে হলে একমাত্র নির্মম শাস্তি দিয়ে জনগণকে বিপ্লবী সরকারের
প্রতি অনুগত রেখে তবেই বিদেশি শত্রুর মোকাবেলা করা সম্ভব হবে| এরপর ফ্রান্সের যে রাজত্ব
শুরু হয় তা "সন্ত্রাসের শাসন" বা "Region of Terror" নামে পরিচিত|
এর রূপকার ছিলেন রোবসপিয়ের, ডান্টন, হিবাট প্রমূখ| মোটামুটিভাবে এর স্থায়িত্বকাল
ছিল 5ই সেপ্টেম্বর 1793 থেকে 27শে জুলাই 1794 সাল পর্যন্ত ফরাসি বিপ্লবের ইতিহাসে
13 মাসের এই সন্ত্রাসের শাসনকাল ছিলো এক রক্তাক্ত অধ্যায়| বিপ্লবী নেতৃবৰ্গ এই সময়
রক্ত পিপাসায় মেতে উঠেন| বিপ্লবের নামে প্রায় 50 হাজার নর-নারীকে গিলোটিনে হত্যা
করে করা হয়| এই কালপর্বে যারা প্রাণ দেন তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন রানী আঁতোয়ানেৎ,
মাদাম রঁলা, ব্রিসো, ভার্নিয়ে, ডিউক অব অর্লিয়েন্স(ষোড়শ লুই এর ভ্রাতা) প্রমুখ|
সন্দেহের আইন সীমানার আরও সম্প্রসারিত করা হয়| মূলত অক্টোবর-ডিসেম্বর মাসের মধ্যে
প্রায় চার লক্ষ মানুষকে কারারুদ্ধ করা হয় এবং অর্ধেকের বেশি মানুষের কপালে জুটে গিলোটিন।
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।