ফরাসী সমাজের তিনটি স্টেট সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা ফরাসী বিপ্লবের প্রাক্কালে ফ্রান্সের ইউরোপের সামাজিক অবস্থার পরিচয় দাও।

Nil's Niva
0

 

প্রশ্নঃ ফরাসী সমাজের তিনটি স্টেট সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও।

অথবা

ফরাসী বিপ্লবের প্রাক্কালে ফ্রান্সের ইউরোপের সামাজিক অবস্থার পরিচয় দাও। 

                                                                                  প্রশ্ন মানঃ৬

§  ফরাসী সমাজে তিনটি স্টেটঃ

প্রাক-বিপ্লব ইউরোপের সমাজব্যবস্থা ছিল বৈষম্যে ভরা। সমাজ প্রধানত তিনটি শ্রেণীতে বিভক্ত ছিল; যথাযাজকশ্রেণী, অভিজাতশ্রেণী এবং তৃতীয়শ্রেণী। শ্রেণীবিভাগ যাজক ও অভিজাতরা যথাক্রমে প্রথম ও দ্বিতীয় শ্রেণী বলে বিবেচিত হত। সে যুগে সম্পদসৃষ্টির মূল উৎস ছিল তুমি। তাই সামাজিক সম্মান ও ক্ষমতার মাপকাঠি ছিল ভূ-সম্পত্তির মালিকানা। এ-বিচারে যাজক ও অভিজাতরা ছিল অগ্রণী।

§  যাযক শ্রেণীঃ

                     প্রতিটি চার্চের অধীনে থাকত বিশাল ভূ-সম্পত্তি। তা ভোগ করত যাজকেরা। ধর্মচর্চা ও শিক্ষাদানের একচেটিয়া অধিকার ছিল চার্চের তথা যাজকদের। ভূ সম্পত্তি ছাড়াও 'টাইথ' বা ধর্ম কর থেকেও চার্চের প্রচুর অর্থাগম হত। অথচ এরা কোনরকম কর প্রদান করত না।

§  অভিজাত শ্রেণীঃ

                      তৎকালীন ইউরোপীয় সমাজে সর্বাধিক ক্ষমতাশালী ও সুবিধাভোগী শ্ৰেণী ছিল অভিজাতরা। এরা যে-কোন রকম দৈহিক শ্রমকে ঘৃণা করত। বংশকৌলীনা ছাড়া এদের মধ্যে সময় স্থাপিত হত না। বংশগতভাবে দেশের অধিকাংশ ভূ-সম্পত্তির মালিকানা ছিল অভিজাতদের হাতে। তৃতীয় সম্প্রদায়ের মানুষের শ্রমে উৎপাদিত ফসলের প্রায় সম্পূর্ণটা এরাই আত্মসাৎ করত। তার ওপরে ছিল কৃষকের কাছ থেকে আদায়ীকৃত জবরদস্তিমূলক বিভিন্ন প্রকার কর। সর্বোপরি রাষ্ট্রের প্রশাসনিক ক্ষমতা ছিল অভিজাতদের কুক্ষিগত। সামরিক ও বেসামরিক সমস্ত উচ্চপদে আসীন ছিল অভিজাতরা। বিচারক পদেও ছিল এদের একচেটিয়া আধিপত্য। যোগাতা নয়,—বংশকৌলীনাই ছিল উচ্চ রাজপদপ্রাপ্তির প্রথম ও একমাত্র শর্ত। অথচ অভিজাতরাও রাজকোষে কোন কর জমা দিত না। আইন অনুযায়ী এরা করদানে বাধা থাকলেও আইনের ফাঁকে এরা করদান থেকে রেহাই পেয়ে যেত। অবশ্য ইউরোপের অন্যান্য দেশের তুলনায় ইংল্যাণ্ডের অবস্থা ছিল কিছুটা স্বতন্ত্র।

§  সাধারণ মানুষঃ

                      সামান্য সংখ্যক যাজক ও অভিজাতদের বাদ দিয়ে দেশের অধিকাংশ বাকি মানুষ ছিল। তৃতীয় সম্প্রদায়ভুক্ত। শিল্পপতি, ব্যাঙ্কমালিক, বণিক, শিক্ষক, সাধারণ ব্যবসায়ী, কৃষক, শ্রমিক ও ভূমিদাস প্রভৃতি সবাই ছিল এই সম্প্রদায়ের অন্তর্গত। তবে এদের আর্থিক অবস্থা সমান ছিল না। শিল্পপতি বা বণিক ছিল আর্থিক দিক থেকে সচ্ছল। তবে এদের সামাজিক মর্যাদা ছিল না। শিক্ষক, আইনজীবী প্রমুখ ছিল বুদ্ধিজীবী মধ্যবিত্ত। তৃতীয় শ্রেণীর মধ্যে সংখ্যাগরিষ্ঠ ছিল কৃষকশ্রেণী। এদের কেউ ছিল জমির মালিক, একক, শ্রমিক বৃদ্ধিজীবী কেউ বা দিনমজুর বা ভূমিদাস। ভূমিদাসদের অবস্থা ছিল সবথেকে করুণ।সব থেকে শোচনীয় অবস্থা ছিল দিনমজুরদের। এরা কখনও জমিতে, কখনও বা কলকারখানায় শ্রমিকের কাজ করত। এ ছাড়া ছিল বিরাটসংখ্যক ভিখারী ও ভবঘুরের দল।এরা ছিল অবহেলিত ও বঞ্চিত।

জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার

তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি

অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
bookstore