প্রশ্নঃ ভারতীয় সমাজের উপর শিখ ধর্মের প্রভাব আলোচনা করো।
§ ভারতীয় সমাজের ওপর শিখ ধর্মের প্রভাবঃ
1.শিখ
ধর্ম ভারতে সমতাবাদী সমাজের রচনায় সাহায্য করেছে। এই ধর্ম জাতিপ্রথার বিরোধিতা করে।
অসাম্য, অস্পৃশ্যতা এবং উচ্চ-নীচ ভেদাভেদকে অনুচিত বলে মনে করা হয়েছে।
2.শিখ
ধর্ম ভারতীয় সমাজে কর্মকাণ্ড, অনুবিশ্বাস এবং কুসংস্কারের প্রভাবকে দূর করতে সাহায্য
করে।
3.শিখ
ধর্ম একেশ্বরবাদের ধারণাকে প্রসারিত করতে সাহায্য করে। এর ফলে নিজ নিজ দেব-দেবীদের
নিয়ে বিভিন্ন ধর্মের মধ্যে যে দ্বন্দ্ব তাও কম হয় ।
4.শিখ
ধর্ম মুসলমান আক্রমণের সময়ে হিন্দু ধর্মকে রক্ষা করে। বাস্তবে শিখ ধর্ম, হিন্দু ধর্মেরই
অভিন্ন অঙ্গ।
5.শিখ
ধর্মে আচরণের ওপর জোর দেওয়া হয়েছে। এই কারণেই ভারতে বহু লোক এই ধর্ম গ্রহণ করে।
6.শিখগণ
ধর্ম ও রাষ্ট্রের রক্ষার জন্য নিজেদের প্রাণ বিসর্জন দিতেও প্রস্তুত থাকে। এর ফলে লোকেদের
মধ্যে ত্যাগ এবং বলিদানের ভাবনা জাগ্রত হয়।
জ্ঞ্যানজ্যোতি
কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
6295916282; 7076398606
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।