শিখদের কটি সম্প্রদায় রয়েছে ও কী কী তা আলোচনা করো।

Nil's Niva
0

 প্রশ্নঃ শিখদের কটি সম্প্রদায় রয়েছে ও কী কী তা আলোচনা করো।    

§  শিখ সম্প্রদায়ঃ

                     বীর কন্দার সময় থেকে প্রথমেই অনেক লোক, শিখ গুরুদের থেকে পৃথক হয়ে, নিজ নিজ পন্থ চালাবার ব্যাপক প্রয়াস করেছিলেন। এমনও বলা হয় যে, গুরু নানকের পুত্র শ্রীচন্দ্র পিতার গদি না পাওয়ায় উদাসীর মুখ দেখতে হয়।

                   সুতরাং তারা উদাসী সম্প্রদায় চালায়। প্রিথীচন্দ্র ও একটি পন্থ চালিয়েছিলেন তা ‘মীনা পদ্ম' নামে প্রসিদ্ধ হয়। এইরূপ হন্দল নামে এক জাট ‘হন্দলীমত' চালায়। কিন্তু বীরবন্দা থেকে শুরু করে গুরু গোবিন্দ সিংহ কর্তৃক পরিচালিত খালসা সম্প্রদায়ের মধ্যে প্রায় আরও দল তৈরি হয় যা নিজেকে ‘সৎ খলসা' ও 'বন্দ খালসা' বলতে শুরু করে। দুটি দল একে অপরকে ছোট করার জন্য বহু চেষ্টা করে। এর স্বাভাবিক পরিণাম হল যে, দলগত দ্বন্দ্ব সমাজকে ধীরে ধীরে পতনের দিকে নিয়ে যায়। কিছু এমন ব্যক্তিও ছিলেন যারা এই ধরনের পরিস্থিতির বিরোধিতা করে সমাজ সংস্কারের চেষ্টা করেন। বিভিন্ন সম্প্রদায়গুলির মধ্যে কোনো বিশেষ পার্থক্য দেখতে পাওয়া যায় না। কিন্তু তবুও প্রত্যেক সম্প্রদায়ের বিকাশের একটি পৃথক ইতিহাস আছে। যদিও ঐসব সম্প্রদায়ের বিস্তৃত বর্ণনা এখানে দেওয়া সম্ভব নয় তবুও অন্যতম সম্প্রদায়গুলির কথা উল্লেখ করা হল ‘উদাসী সম্প্রদায়, ‘নামধারী সম্প্রদায়', 'নির্মলা সম্প্রদায়', ‘সুথরাশাহী সম্প্রদায়, ‘সেবাপন্থী সম্প্রদায়, ‘আকালী সম্প্রদায়, ‘ভগতপন্থী সম্প্রদায়, ‘গুলাপদাসী সম্প্রদায়', 'নিরঙ্কারী সম্প্রদায়' ইত্যাদি।

জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার

তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি

6295916282; 7076398606

জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার

তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি

অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
bookstore