ইসলাম ধর্মের উপর টীকা লেখো।

Nil's Niva
0

 

প্রশ্নঃ ইসলাম ধর্মের উপর টীকা লেখো।

§  ইসলাম ধর্মঃ

                     ইসলাম ধর্মের প্রবর্তক ছিলেন হজরত মহম্মদ। তাঁর জন্ম হয় আরব দেশের মক্কা শহরে। শৈশবে মাতাপিতার মৃত্যু হয়ে যাওয়ায় তার লালনপালন করেন ঠাকুরদা। এই ধর্মের প্রবর্তনের আগে আরবী লোকেরা প্রাচীন আরবী ধর্ম পালন করত। ঐ যুগে রাজ্য শাসনে স্থায়িত্ব না থাকায় আরব সমাজ বর্বরতায় পূর্ণ ছিল। জুয়া, নেশার মতো খারাপ অভ্যাসগুলির প্রাধান্য ছিল। অ্যানি বেসান্তের মতে, “এটি মানুষদের নরক ছিল যাতে লালসা, কাম বাসনা ও অপরাধের সাম্রাজ্য ছিল।

                    এমন মনে করা যে, ১৫ বছর ধরে একটি গুহায় থেকে চিন্তন ও মননের দ্বারা হজরত মহম্মদ আল্লার দর্শন পান। মহম্মদ আল্লার নির্দেশিত পথকে মানুষের সামনে তুলে ধরেন এবং নিজেকে আল্লার দূত বলে বর্ণনা করেন। মহম্মদের নতুন ইসলাম ধর্ম সর্ব প্রথম খদিজা নামক মহিলা গ্রহণ করেন ।

                    ইসলাম ধর্ম প্রাচীন আরবেক ধর্ম থেকে পৃথক ছিল। এই ধর্ম অনুসারে একই ঈশ্বরের বিশ্বাসী ব্যক্তি স্বর্গলাভের অধিকারী। এই ধর্ম আরবের প্রচলিত ধর্মের বিরোধী হওয়ায় মহম্মদকে নানা সমস্যার সম্মুখীন হতে হয়। ৬২২ খ্রিস্টাব্দে ২৪শে ডিসেম্বর বাধ্য হয়ে তাকে মদিনা যেতে হয়। এই দিন থেকে হিজরী সাল গণনা শুরু হয়। মদিনায় ইসলাম ধর্ম প্রচারের পর বিরোধীদের মোকাবিলা করেন। ইসলাম ধর্মের মুখ্য গ্রন্থ হল কোরান এবং হাদিস। কোরান হল প্রদত্ত ঐশী বাণী। হাদিসে হজরত মহম্মদের উপদেশ ও প্রাত্যহিক ক্রিয়াকর্ম লিপিবদ্ধ আছে।

জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার

তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি

6295916282; 7076398606

জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার

তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি

অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
bookstore