আষ্টাঙ্গিক মার্গ সম্পর্কে টীকা লেখো।

Nil's Niva
0

 প্রশ্নঃ টীকা লেখোঃ আষ্টাঙ্গিক মার্গ।

§  আষ্টাঙ্গিক মার্গঃ

অষ্টাঙ্গিক মার্গ অনুসরণ করে মানুষ নিজের ইচ্ছার ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে পারে। এই মার্গকে মধ্যম মার্গও বলে।

(i)সম্যক দৃষ্টি সদাচার দুরাচার, সত্য-অসত্য, উচিত-অনুচিত এবং পাপ-পুণ্যের পার্থক্য স্পষ্ট করাই হল সম্যক দৃষ্টি।

(ii)সৎ সঙ্কল্প রাগ-দ্বেষ, হিংসা ইত্যাদি সাম্বসরিক প্রবৃত্তির ত্যাগ ও আত্মকল্যাণের দৃঢ় নিশ্চয়তাই হল সৎ সংকল্প।

(iii)সম্যক বাণী সংযম, সত্য, মৃদু এবং বিন্যস্ত বচনই হল সম্যক বাণী ।

(iv)সম্যক কৰ্মাণ্ড ঈর্ষা, দ্বেষ, হিংসা এবং দুরাচরণ ত্যাগ করা এবং সৎ কর্ম পালন করাই হল সম্যক কৰ্মাণ্ড।

(v)সম্যক জীবিকা— ন্যায়োচিতভাবে রোজগার করাই হল সম্যক জীবিকা।

(vi)সম্যক ব্যায়াম- পরোপকার এবং ভালো কাজে লেগে থাকাই হল সম্যক ব্যায়াম ।   

(vii)সম্যক স্মৃতি লোভ ইত্যাদি মনের সন্তাপ থেকে দূরে থাকা এবং বিবেক ও স্মরণ অনুপালনই সম্যক স্মৃতি ।

(viii)সম্যক সমাধি দ্বন্দ্ব বিনাশ এবং রাগ দ্বেষ ইত্যাদি ছেড়ে একাগ্রচিত্ত হওয়াই সম্যক সমাধি ।

জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার

তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি

6295916282; 7076398606

জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার

তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি

অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
bookstore