প্রশ্নঃ ইসলাম ধর্মের মূল বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো।
Ø ইসলাম ধর্মের মৌলিক বৈশিষ্ট্যঃ
§ 1)একেশ্বরবাদ—
প্রাচীনকালে আরবে ধর্মচর্চায়
বহু দেববাদ প্রচলিত ছিল এবং স্থানে ইসলাম ধর্মে একেশ্বরবাদের স্থাপনা করা হয়। মহম্মদ
সাহেবের মতে আমাদের আল্লা ছাড়া অন্য কোনো শক্তিতে বিশ্বাস করা উচিত নয়। পৃথিবীতে
যা কিছু হয় তা আল্লার ইচ্ছানুসারেই হয় ।
§ 2)পয়গম্বর পরম্পরা—
পয়গম্বর তাৎপর্য হল সহেন্দহজনক। ইসলাম ধর্মের
মতে, ঈশ্বর মাঝে মাঝে লোকদের সঠিক রাস্তা দেখানোর জন্য পয়গম্বর পাঠান, এই পয়গম্বরদের
মধ্যে হজরত মহম্মদ হলেন শেষ পয়গম্বর।
§ 3)কর্তব্যের শ্রেষ্ঠত্ব—
কোরাণে বর্ণিত পাঁচটি ধর্মীয়
ক্রিয়া পরম কর্তব্য বলে মনে করা হয়েছে। এই পাঁচটি ক্রিয়া হল কলম পড়া, রোজা রাখা,
নামাজ পড়া, জাকাত দেওয়া ও হজ করা।
§ 4)বিশ্বাস এবং সমর্পণ—
ইসলাম ধর্ম নিজ অনুগামীদের পবিত্র
গ্রন্থ কোরাণে বিশ্বাস করার আদেশ দিয়েছেন। এতে বর্ণিত তথ্যগুলিকে স্বীকার করে নিজেকে
ঈশ্বরের পায়ে সমর্পণ করারও আদেশ দেওয়া হয়েছে। এই আদেশের লঙ্ঘনকারীকে কাফের বলা হয়।
§ 5)পুনর্জন্মে অবিশ্বাস—
ইসলাম ধর্ম পুনর্জন্মে বিশ্বাস
করে না। এই ধর্ম মনে করে যে, শেষ বিচারের দিনে খোদা মৃত প্রাণীদের কর্ম অনুসারে স্বর্গ
বা নরকে স্থান দেবে
§ 6)সাম্য—
এই ধর্মে জাতিগত, পেশাগত, জন্মগত
ও লিঙ্গগত ভেদাভেদের কোনো স্থান নেই। কিন্তু তবুও ইসলামে পুরুষদের স্ত্রীদের তুলনায়
বেশি অধিকার ও সুবিধা প্রদান করা হয়েছে ।
§ 7)স্বাধীনতায় আশ্বাস—
ইসলাম ধর্মে মানুষকে সম্পূর্ণভাবে
ঈশ্বরের ইচ্ছার অধীন করা হয়েছে। এতে মানবীয় স্বতন্ত্রতার কোনো স্থান নেই ।
জ্ঞ্যানজ্যোতি
কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
6295916282; 7076398606
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।