প্রশ্নঃ ইসলাম ধর্মের বিভিন্ন সম্প্রদায়গুলি সম্পর্কে আলোচনা করো।
Ø ইসলাম সম্প্রদায়ঃ
শিয়া ও সুন্নী ইসলাম ধর্মের
অন্যতম সম্প্রদায়। হজরত মহম্মদের মৃত্যুর পর ইসলাম ধর্মাবলম্বীগণ দুটি সম্প্রদায়ে
ভাগ হয়ে যায়। মহম্মদ সাহেবের খুড়তুতো ভাই ও জামাই আলিকে ইসলামের প্রধান যারা মনে
করেন তারা হলেন শিয়া সম্প্রদায়। অন্যদিকে সুন্নী সম্প্রদায়ের লোকেরা প্রধানের নির্বাচন
সকলের সম্মতিতেই চেয়েছিল। এই দুটি চিন্তাধারার উৎপত্তির উৎস এক হলেও তাদের মধ্যে নিম্নলিখিত
ভেদাভেদ দেখতে পাওয়া যায়।
1)
শিয়ারা খলিফাকে কেবল আধ্যাত্মিক নেতা বলে মনে করে। কিন্তু সুন্নিরা একে আইন ও রাষ্ট্রের
সংরক্ষক বলে মনে করে। কারণ তারা ধর্ম ও রাষ্ট্রকে পরস্পর সম্পর্কিত বলে মনে করে।
2)
শিয়া সম্প্রদায়ের অলির বংশধররাই ইমামের খলিফা হতে পারে কিন্তু সুন্নীদের মতে ইমাম
নির্বাচন একটি জনসমিতির দ্বারাই হওয়া উচিত।
3)
ইমাম কোনো ভুল কাজ করলে অপরাধী হয়। শিয়ারা প্রার্থনাকে অবৈজ্ঞানিক বলে মনে করে, কিন্তু
সুন্নীরা প্রার্থনার ওপর অধিক গুরুত্ব দেয়।
4)
শিয়ারা একই সময়ে একের অধিক ইমামকে স্বীকার করে, কিন্তু সুন্নীরা কেবল একজনকেই স্বীকার
করে।
5)
পরে শিয়া সম্প্রদায় পাঁচটি অংশে এবং সুন্নী সম্প্রদায় ৪টি অংশে বিভক্ত হয়ে যায়।
6)
সুন্নীরা কোরাণ নিয়ে তর্ক করে না কিন্তু শিয়ারা কোরাণ নিয়ে তর্ক করে।
7)
সুন্নীরা বিবাহে স্থায়ী সম্পর্ককে স্বীকার করে কিন্তু শিয়ারা অস্থায়ী বিবাহকেও স্বীকার
করে।
উক্ত এই দুটি সম্প্রদায়
ছাড়া ইসলামে একটি নতুন সম্প্রদায়েরও উদয় হয় যাকে ‘সুফী মত' বলা হয়। এই সম্প্রদায়ের
লোকেরা ইসলামের তথ্যকে স্বীকার করার সাথে সাথে মানবতারূপে এবং অহিংসায় বিশ্বাস করে।
দশম শতাব্দীতে এই সুফী সম্ভ ভারতেও আসে।
এখানে এদের ওপর অদ্বৈতবাদীদেরও ব্যাপক প্রভাব
পড়ে যা সুফী মতের একটি অঙ্গে পরিণত হয়। এইরূপ মহম্মদ সাহেবের মৃত্যুর পরে ইসলাম ধর্মে
খলিফাদের নেতৃত্ব শুরু হয়। এশিয়া, আফ্রিকা ও ইউরোপের অনেক দেশে ইসলাম ধর্ম ব্যাপক
প্রসার লাভ করে।
জ্ঞ্যানজ্যোতি
কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
6295916282; 7076398606
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।