সাধু ভাষায় লেখা তিনটি বাংলা গল্পের নাম করো।

Nil's Niva
0

 প্রশ্নঃ সাধু ভাষায় লেখা তিনটি বাংলা গল্পের  নাম করো।               প্রশ্নমানঃ৩

§  সাধুভাষায় লেখা তিনটি বাংলা গল্পঃ

                               সাধুভাষায় লেখা তিনটি বাংলা গল্প হলো-

(১) “সভ্য ও অসভ্য” এই গল্পটির রচয়িতা হলেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।গল্পটি সাধুভাষায় রচিত।

(২) “সাগরসঙ্গমে নবকুমার”-এই গল্পটির রচয়িয়া হলেন-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।গল্পটি সাধুভাষায় রচিত।

(৩) “ক্ষুধা”-এই গল্পটি জাবেদ ভূঁইয়ার রচিত একটি গল্প।

জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার

তোমার উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি

6295916282; 7076398606

জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার

তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি

অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
bookstore