Q. Write a short
note on Nine Power Treaty.
Marks:3
·
নয়শক্তি চুক্তিঃ
ওয়াশিংটন সম্মেলনে যোগদানকারী নয়টি দেশ অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র,ইংল্যান্ড,
ফ্রান্স, জাপান, ইতালি, বেলজিয়াম, পর্তুগাল, হল্যান্ড, চীন “নয়শক্তি চুক্তি”-তে সবাক্ষর
করেছিল। ১৯২২ সালের ৬ ফেব্রুয়ারি এই চুক্তি সম্পাদিত হয়েছিল। এই চুক্তির প্রধান বিষয়
ছিল-শানটুং সমস্যার সমাধান করা।প্রথম বিশ্বযুদ্ধের সময় জাপান চীনের শান্টুং অঞ্চল দখল
করেছিল। চীনাদের বিশ্বাস ছিল যে, ভার্সাই সন্ধিতে সে ঐ অঞ্চল ফেরত পাবে। কিন্তু ভার্সাই
চুক্তির স্থপতিরা চীনের ন্যায়সংগত দাবিকে মানতে গিয়ে জাপনকে চটাতে রাজি ছিল না।বরং
ভার্সাই সন্ধি জাপানের শান্টুং দখল করাকে স্বীকৃতি দিয়েছিল। ভার্সাই সন্ধির এই সিদ্ধান্তকে
চীন মানতে পারেনি। শেষপর্যন্ত ইংল্যান্ড ও মার্কিন যুক্তরাষ্ট্রের চাপে জাপান চীনকে
এই চুক্তি দ্বারা শান্টুং ফিরিয়ে দিয়েছিল।
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।