পরিবেশবিদ্যা
CBCS 1st Semester
AECC-1
Full Marks-20 Time:20Minuts
১.কোন্টি একটি জলবাহিত রোগ?
(ক)হাম (খ)থ্যালাসেমিয়া (গ)ক্যান্সার (ঘ)টাইফয়েড।
২.যে সকল খাদক শ্রেণি গৌণ খাদকের উপর নির্ভর করে তাদের বলে-
(ক)স্বভোজী (খ)বিয়োজক (গ)প্রগৌণ খাদক (ঘ)শাকাশী।
৩.সামাজিক পরিবেশের অন্যতম উপাদান হল-
(ক)বায়ু (খ)সংস্কৃতি (গ)বন্যপ্রাণী (ঘ)উদ্ভিদ।
৪.কোন্টি একটি বিয়োজকের উদাহরন?
(ক)পিঁপড়ে (খ)উইপোকা (গ)ছত্রাক (ঘ)পাখি।
৫.একটি অপ্রাকৃতিক দূর্যোগ হল-
(ক)খরা (খ)বন্যা (গ)দাঙ্গা (ঘ)ভূমিকম্প।
৬.”কোষের শক্তিঘর” বলা হয়-
(ক)লাইসোজোম (খ)গলজিবডি (গ)রাইবোজোম (ঘ)মাইটোকন্ড্রিয়া ।
৭. চিনি কোন্ উপাদানটির একটি রূপ-
(ক)শর্করা (খ)ফ্যাট (গ)জল (ঘ)প্রোটিন।
৮.ডেঙ্গু রোগের প্রধান বাহক হল;-
(ক)এডিস মশা (খ)কিউলেক্স মশা (গ)মাছি (ঘ) অ্যানোফিলিস মশা।
৯.ভূমিকম্পের মাত্রা কোন স্কেলে প্রকাশ করা হয়?
(ক)এস আই স্কেল (খ) রিখটার স্কেল (গ)সিসমোগ্রাফ (ঘ)ব্যারোমিটার।
১০.বায়ুমন্ডলের চাপ মাপা হয়-
(ক)ব্যারোমিটার (খ)হাইগ্রোমিটার (গ)সিসমোগ্রাফ (ঘ)টেলিস্কোপ ।
১১.নিম্নলিখিত কোন্টি পরিবেশের একটি জীবজ উপাদান?
(ক)মৃত্তিকা (খ)বায়ু (গ)জল (ঘ)উদ্ভিদগোষ্ঠী।
১২. বায়ুমন্ডলে যে গ্যাসটি সর্বাধিক প্রাপ্ত সেটি হল-
(ক)অক্সিজেন (খ)কার্বন-ডাই-অক্সাইড (গ)হাইড্রোজেন (ঘ)নাইট্রোজেন।
১৩.বাঘের রাজ্য নামে পরিচিত-
(ক)গুজরাট (খ)মধ্যপ্রদেশ (গ)অসম (ঘ) পশ্চিমবঙ্গ ।
১৪.তামাকজনিত নেশা হয় কোন্টির কারনে?
(ক)কোকেন (খ)ক্যাফিন (গ)নিকোটিন (ঘ)হিস্টামিন।
১৫.ভারতে সবুজ বিপ্লব শুরু হয়েছিল কবে?
(ক)১৯৬০সালে (খ)১৯৬২সালে (গ)১৯৭০সালে (ঘ)১৯৭৫সালে।
১৬.স্টকহাম সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
(ক)১৯৭০সাল (খ)১৯৮০সাল (গ)১৯৭২সাল (ঘ)১৯৯২সাল।
১৭. পৃথিবীতে অবস্থিত জলের কত ভাগ সমুদ্রে রয়েছে?
(ক)৯৭% (খ)৮০% (গ)৭৫% (ঘ)৬০%
১৮.ওজোন গ্যাস অবস্থান করে বায়ুমন্ডলের যে স্তরে-
(ক)এক্সোস্ফিয়ার (খ)মেসোস্ফিয়ার (গ)স্ট্র্যাটোস্ফিয়ার (ঘ)ট্রপোস্ফিয়ার।
১৯.আবর্জনার স্তূপ থেকে নির্গত হয়-
(ক)ক্লোরিন (খ)কার্বন-ডাই-অক্সাইড (গ)হাইড্রোজেন (ঘ)কোনোটিই নয়।
২০.পরিবেশের অজৈব উপাদান কয়টি?
(ক)২ টি (খ)৩টি (গ)৮টি (ঘ)৪টি।
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।