Five Power Treaty//CBCS 5th Semester History Honours//DSE Paper:2

Nil's Niva
0

 

Q. Write a note on Five Power Treaty.             Marks:3

                          ওয়াশিংটন সম্মেলনে যে তিনটি সন্ধিপত্র স্বাক্ষরিত হয়েছিল তার মধ্যে অন্যতম ছিল- “পঞ্চশক্তি চুক্তি” বা “Five Power Treaty”। ইংল্যান্ড, ফ্রান্স, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, ইতালি এই পাঁচটি রাষ্ট্র স্বাক্ষর করেছিল “পঞ্চশক্তি চুক্তি”। ১৯২২ খ্রিষ্টাব্দের ফেব্রুয়ারি মাসে এই চুক্তি সবাক্ষরিত হয়েছিল।

এই চুক্তি দ্বারা এই দেশগুলি কি হারে তাদের নৌশক্তি রাখবে তা নির্দেশ দেওয়া হয়েছিল। স্বাক্ষরকারী দেশগুলো বড়ো যুদ্ধজাহাজ কী হারে রাখবে, তা স্থির হয়েছিল। এই সম্মেলনের আসল উদ্দেশ্য ছিল জাপানের নৌ-শক্তি হ্রাস করা। মার্কিন বিদেশ সচিব হিউজের প্রস্তাব অনুযায়ী ঠিক হয় যে, স্বাক্ষরকারী পাঁচটি দেশের নৌ-বহরের আয়তন হবে যথাক্রমে- মার্কিন যুক্তরাষ্ট্রের পাঁচটি, গ্রেট ব্রিটেনের পাঁচটি,জাপানের তিনটি, ফ্রান্স ও ইতালির মধ্যে সমতা আনা হয়েছিল। অর্থাৎ অনুপাতিক হার হবে- 5:5:3:1.75:1.75

জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার

তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি

অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
bookstore