প্রশ্নঃ রাজনৈতিক দলের শ্রেণীবিভাজন করো। প্রশ্ন মানঃ৩
·
রাজনৈতক দলের শ্রেণীবিভাগঃ
§
রাষ্ট্রবিজ্ঞানীরা
রাজনৈতিক দলকে সংখ্যার ভিত্তিতে সাধারনত তিনটি ভাগে ভাগ করেছেন।এগুলি হল যথাক্রমে-
(১)একদলীয় ব্যাবস্থা, (২) দ্বি-দলীয় ব্যাবস্থা এবং (৩)বহুদলীয় ব্যাবস্থা।
§
একদলীয় ব্যাবস্থাঃ যে রাজনৈতিক ব্যাবস্থায়
কেবল একটি দলের অস্তিত্ব বা কর্তৃত্ব পরিলক্ষিত হয় সেই দলীয় ব্যাবস্থাকে একদলীয় ব্যাবস্থা
বলা হয়।
§
দ্বি-দলীয় ব্যাবস্থাঃ যে রাজনৈতিক ব্যাবস্থায়
দুটি দলের অস্তিত্ব বা কর্তৃত্ব পরিলক্ষিত হয় সেই দলীয় ব্যাবস্থাকে দ্বি-দলীয় ব্যাবস্থা
বলা হয়।
§
বহুদলীয় ব্যাবস্থাঃ যে রাজনৈতিক ব্যাবস্থায়
অনেক দলের অস্তিত্ব বা কর্তৃত্ব পরিলক্ষিত হয় সেই দলীয় ব্যাবস্থাকে বহুদলীয় ব্যাবস্থা
বলা হয়।
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।