প্রশ্নঃ রাজনৈতিক দলের সংজ্ঞা দাও। প্রশ্ন মানঃ৩
·
রাজনৈতিক দলঃ
রাজনৈতিক দল সম্পর্কিত বিজ্ঞানকে “Stasiology” বলা হয়ে থাকে।গ্রীক শব্দ “স্ট্যাসিস” হতে
এর উৎপত্তি, যার অর্থ হল- “বিরোধিতার মনোভাব” । রাজনৈতিক দলের সংজ্ঞা প্রসঙ্গে
রাষ্ট্রবিজ্ঞানিরা একমত নন।
§ রাষ্ট্রবিজ্ঞানি বার্কের মতে-“কোন নির্দিষ্ট নীতির
ভিত্তিতে এবং সমবেত প্রচেষ্টার মাধ্যমে জাতীয় সার্থের প্রসারকল্পে সংঘবদ্ধ জনসমষ্টিকে
রাজনৈতিক দল বলা যেতে পারে”।
§ অধ্যাপক বার্কারের মতে-“রাজনৈতিক দল যদিও বিশেষ
মতাদর্শের দ্বারা পরিচালিত, তবুও এটি জাতীয় সার্থের দ্বারা উদ্বুদ্ধ এবং সম্পগ্র জাতির
সাধারন সার্থ সম্পর্কে ব্যাপক কর্মসূচী গ্রহন করে নির্বাচকগনের অনুমোদন লাভ করতে সচেষ্ট
হয়”।
§ অধ্যাপক গেটেল বলেছেন-“রাজনৈতিক দল বলতে মোটামুটিভাবে
সংগঠিত এক নাগরিক সম্প্রদায়কে বোঝায় যারা একটি রাজনৈতিক সংগঠন হিসাবে কাজ করে এবং নির্বাচন
ক্ষমতার দ্বারা সরকারকে নিয়ন্ত্রন ও নীতিগুলি কার্যকর করবার চেষ্টা করে”।
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।