প্রশ্নঃ১ টীকা লেখোঃ
প্রত্যক্ষবাদ।
§
প্রত্যক্ষবাদঃ
অগাস্ট কোঁৎ সমাজের বিবর্তন প্রকৃয়ার
ধারাবাহিকতার ক্ষেত্রে তিনটি স্তরের কথা বলেছেন; এর মধ্যে সর্বশেষ পর্যায় হলো “প্রত্যক্ষবাদ”
বা “দৃষ্টবাদ” (Positivism)।
সমাজ ব্যবস্থাপনায় মানবচিন্তার ক্ষেত্রে বিবর্তনের ফলে সমাজবিজ্ঞানভিত্তিক পদ্ধতি ও
নিয়মকানুন দ্বারা পরিচালিত এবং নিয়ন্ত্রিত হয়, এ স্তরকে অগাস্ট কোঁৎ দৃষ্টবাদী স্তর
বলেছেন।এই পর্যায়ে তিনি মানুষের চিন্তাধারায় যুক্তির প্রাধান্য লক্ষ্য করেছেন।তাঁর
মতে, প্রত্যক্ষবাদী মানব সভ্যতার মূল ভিত্তি হল শিল্পসভ্যতা এবং এই শিল্পনির্ভর সমাজের
সঙ্গে যুক্ত থাকে দৃষ্টিবাদী চিন্তাধারা।
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।