লং মার্চ বলতে কী বোঝ?

Nil's Niva
0

 

§  লং মার্চ:

                 চীনে সাম্যবাদী আন্দোলনের ইতিহাসে “Long March” গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিশ্বের ইতিহাসে লং-মার্চের মতো ঘটনা আর কখোনো ঘটেনী। চিয়াং-কাই-শেক কমিউনিস্ট দের বিরুদ্ধে কঠোর দমন নীতি গ্রহন করেন ১৯৩৪ সালে । এই পরিস্থিতিতে ১৯৩৪ সালের ১৬-ই অক্টোবর মাও-সে-তুং তাঁর পরিবার পরিজন সহ প্রায় এক লক্ষ কমিউনিস্ট সামরিক বাহিনী নিয়ে অবরোধ ভেঙ্গে দীর্ঘ ৬ হাজার মেইল পথ অতিক্রম করেন। দক্ষিন চীন থেকে উওর-পশ্চিম চীনের সেলসি প্রদেশে উপস্থিত হয়। ৩৭০দিন পায়ে হেটে সামরিক বাহিনী আক্রমন অতিক্রম করে মাত্র ৮ হজার যাত্রী ২০-ই অক্টোবর গন্তব্যে পৌঁছান। এই ঘটনা চীনের ইতিহাসে “লং-মার্চ” নামে পরিচিত।  

              মাও-সে-তুং এর নেতৃত্বে লং-মার্চের সময় লাল ফৌজ ৬ হাজার মেইল রাস্তা ১১টি প্রদেশ ১৮টি পর্বত এবং ২৪-টি নদী অতিক্রম করেছিল।পৃথিবীর ইতিহাসে এই ধরনের অভিযান পূর্বে কখোনোও হয়নী।লং-মার্চকে “মহাকাব্যিক জয়”বা “Epic Victory” বলা হয়।

জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার

তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি

অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
bookstore