Ø বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপনের মধ্যে পার্থক্য লেখো।
প্রশ্ন মানঃ৩
Ø
বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপনের মধ্যে
পার্থক্যঃ
Ø বিজ্ঞপ্তি
ও বিজ্ঞাপন এক জিনিস নয়।বিজ্ঞপ্তি বলতে এখন যা বোঝায়, বিজ্ঞাপন বলতে কিন্তু ঠিক সেটা
বোঝায় না। ইংরাজিতে ‘Advertisement’ ও ‘Notice’ বললে এই দুটোর পার্থক্য
খুব সহজভাবে বোঝা যায়।বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপনের মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে-
Ø প্রথমতঃ
বিজ্ঞাপন বলতে বলতে বোঝায় ‘Advertisement’ আর
‘Notice’ বলতে বোঝায়,বিজ্ঞপ্তি বা প্রজ্ঞাপন।
Ø দ্বিতীয়তঃ
বিজ্ঞাপনের জন্য গনমাধ্যমের প্রয়োজন হয়, কিন্তু বিজ্ঞপ্তির জন্য গনমাধ্যমের প্রয়োজন
হয় না।
Ø তৃতীয়তঃ
বিজ্ঞাপনের জন্য গ্রাহকের প্রয়োজন হয় এবং সেই গ্রাহকদের কাছে পৌছানোই বিজ্ঞাপনের আসল
উদ্দেশ্য। কিন্তু বিজ্ঞপ্তির মাধ্যমে শুধুমাত্র
কিছু বিশেষ বার্তা প্রেরন করা হয় মাত্র।
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।