ফোর্ট উইলিয়াম কলেজের পন্ডিতবর্গ//CBCS 5th Semester GE Bengali//General Course//NBU

Nil's Niva
0

 CBCS 5th SEMESTER GE BENGALI//NBU

গদ্যসাহিত্যঃ

প্রশ্নঃ ফোর্ট উইলিয়াম কলেজের চারজন পন্ডিতের নাম লেখো।ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের একজন প্রধান পন্ডিত কে ছিলেন? তাঁর রচিত দুটি গ্রন্থের নাম লেখো।

                                                                               প্রশ্ন মানঃ৩

·      ফোর্ট উইলিয়াম কলেজের চারজন পন্ডিত হলেন-(ক)রামরাম বসু (খ)গোলকনাথ শর্মা (গ)রাজীবলোচন মুখোপাধ্যায় (ঘ)চন্ডীচরন মুন্সি।

·      ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রধান পন্ডিত ছিলেন-মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার।

·      মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের লেখা দুটি গ্রন্থের নাম হল- (ক) বত্রিশ সিংহাসন(১৮০২খ্রিঃ) (খ)হিতপ্রদেশ(১৮০৮খ্রিঃ)।

জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার

তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি

অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
bookstore