CBCS 5th SEMESTER GE BENGALI//NBU
গদ্যসাহিত্যঃ
প্রশ্নঃ ফোর্ট
উইলিয়াম কলেজের চারজন পন্ডিতের নাম লেখো।ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের একজন প্রধান
পন্ডিত কে ছিলেন? তাঁর রচিত দুটি গ্রন্থের নাম লেখো।
প্রশ্ন মানঃ৩
· ফোর্ট
উইলিয়াম কলেজের চারজন পন্ডিত হলেন-(ক)রামরাম বসু (খ)গোলকনাথ শর্মা (গ)রাজীবলোচন মুখোপাধ্যায়
(ঘ)চন্ডীচরন মুন্সি।
· ফোর্ট
উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রধান পন্ডিত ছিলেন-মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার।
· মৃত্যুঞ্জয়
বিদ্যালঙ্কারের লেখা দুটি গ্রন্থের নাম হল- (ক) বত্রিশ সিংহাসন(১৮০২খ্রিঃ) (খ)হিতপ্রদেশ(১৮০৮খ্রিঃ)।
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।