উপমা ও যমক//CBCS 2nd Semester DSC Bengali//General Course//NBU

Nil's Niva
0

 

প্রশ্নঃটীকা লেখোঃ উপমা ও যমক।     প্রশ্ন মানঃ৩+৩

§  উপমাঃ একটিমাত্র বাক্যে যদি দুটি বিসদৃশ বস্তুর মধ্যে সাদৃশ্য দেখানো হয়,তবে তাকে “উপমা” অলঙ্কার বলে।

§  উদাহরনঃ             “বুদ্ধের করুন আঁখি দুটি

                            সন্ধ্যাতারা সহ রহে ফুটি”

-এখানে উপমেয়=’আঁখি’ , উপমান=’সন্ধ্যাতারা’। সাধারন ধর্ম=’ফোটা’। তুলনাবাচক শব্দ =’সম’। সুতরাং এটি একটি উপমা অলংকার।

§  শ্রেনীবিভাগঃ উপমা চার প্রকার-

§  (১)পূর্ণোপমা

§  (২)লুপ্তোপমা

§  (৩)মালোপমা

§  (৪)স্মরণোপমা।

 

§ যমকঃ একই শব্দ বা একই রকম উচ্চার্য শব্দ যদি দু বার বা তার বেশি বার পৃথক পৃথক অর্থে ব্যবহৃত হয়, তবে তাকে “যমক” বলে।

§  উদাহরন:       “জীবে দয়া তব পরম ধর্ম জীবে দয়া তব কই”।

            -এখানে ‘জীবে’ শব্দটি দুবার দুই অর্থে বসেছে।সুতরাং একই  শব্দের দু-বার দুই অর্থে ব্যাবহার বলে-চরণটি যমক অলংকার।

§  শ্রেনীবিভাগঃ যমক চার প্রকার-

§  (১)আদ্য যমক,

§  (২)মধ্য যমক,

§  (৩)অন্ত্য যমক,

§  (৪)সর্ব যমক।

জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার

তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি

অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
bookstore