প্রশ্নঃটীকা লেখোঃ উপমা ও যমক। প্রশ্ন মানঃ৩+৩
§ উপমাঃ একটিমাত্র বাক্যে যদি দুটি বিসদৃশ বস্তুর মধ্যে
সাদৃশ্য দেখানো হয়,তবে তাকে “উপমা” অলঙ্কার বলে।
§ উদাহরনঃ “বুদ্ধের করুন আঁখি দুটি
সন্ধ্যাতারা সহ রহে ফুটি”
-এখানে
উপমেয়=’আঁখি’ , উপমান=’সন্ধ্যাতারা’। সাধারন ধর্ম=’ফোটা’। তুলনাবাচক শব্দ =’সম’। সুতরাং
এটি একটি উপমা অলংকার।
§ শ্রেনীবিভাগঃ উপমা চার প্রকার-
§ (১)পূর্ণোপমা
§ (২)লুপ্তোপমা
§ (৩)মালোপমা
§ (৪)স্মরণোপমা।
§ যমকঃ একই শব্দ বা একই রকম উচ্চার্য শব্দ যদি দু বার
বা তার বেশি বার পৃথক পৃথক অর্থে ব্যবহৃত হয়, তবে তাকে “যমক” বলে।
§ উদাহরন: “জীবে
দয়া তব পরম ধর্ম জীবে দয়া তব কই”।
-এখানে ‘জীবে’ শব্দটি দুবার দুই অর্থে বসেছে।সুতরাং
একই শব্দের দু-বার দুই অর্থে ব্যাবহার বলে-চরণটি
যমক অলংকার।
§ শ্রেনীবিভাগঃ যমক
চার প্রকার-
§ (১)আদ্য
যমক,
§ (২)মধ্য
যমক,
§ (৩)অন্ত্য
যমক,
§ (৪)সর্ব
যমক।
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।