চরণ ও লয়//CBCS 2nd Semester DSC Bengali//General Course//NBU

Nil's Niva
0

 

প্রশ্নঃটীকা লেখোঃ চরণ ও লয়।                                               

                                                                               প্রশ্ন মানঃ৩+৩

§  চরণঃ পূর্ণ-যতির দ্বারা নির্দিষ্ট ও সম্পূর্ণ ধ্বনি প্রবাহকে “চরণ” বলে। চরণ একাধিক পর্বে বা পদে গঠিত।

§  উদাহরণঃ      পাখি সব করে রব / রাতি পোহাইল।//……..১নং চরণ

                    কাননে কুসুমকলি/সকলি ফুটিল।//…….২ নং চরণ

-এখানে কবিতার আদি ‘পাখি’ থেকে পূর্ণযতি পড়েছে ‘পোহাইল’র পর। সুতরাং “পাখি………….পোহাইল”=একটি চরণ। এটি দুটি পর্বে বা পদে গঠিত।একইভাবে দ্বিতীয় চরণ হল “কাননে………ফুটিল”।

 

§  লয়ঃ প্রবাহিত ধ্বনিস্রোতের উচ্চারন গতির নাম “লয়”। কবিতা পড়ার সময় চরণের শুরু থেকে শেষ পর্যন্ত পাঠের স্বাভাবিক গতি থেকে যে সুর বা চাল অনুভূত হয় ,তাকে বলা হয় “লয়”।

§  প্রকারভেদঃ লয় তিন প্রকার-

§  (১)ধীর লয়,

§  (২)দ্রুত লয়,

§  (৩)মধ্যম বা বিলম্বিত লয়।

জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার

তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি

অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
bookstore