প্রশ্নঃটীকা লেখোঃ
চরণ ও লয়।
প্রশ্ন মানঃ৩+৩
§
চরণঃ পূর্ণ-যতির
দ্বারা নির্দিষ্ট ও সম্পূর্ণ ধ্বনি প্রবাহকে “চরণ” বলে। চরণ একাধিক পর্বে বা পদে গঠিত।
§
উদাহরণঃ পাখি
সব করে রব / রাতি পোহাইল।//……..১নং চরণ
কাননে কুসুমকলি/সকলি ফুটিল।//…….২
নং চরণ
-এখানে
কবিতার আদি ‘পাখি’ থেকে পূর্ণযতি পড়েছে ‘পোহাইল’র পর। সুতরাং “পাখি………….পোহাইল”=একটি
চরণ। এটি দুটি পর্বে বা পদে গঠিত।একইভাবে দ্বিতীয় চরণ হল “কাননে………ফুটিল”।
§
লয়ঃ প্রবাহিত
ধ্বনিস্রোতের উচ্চারন গতির নাম “লয়”। কবিতা পড়ার সময় চরণের শুরু থেকে শেষ পর্যন্ত পাঠের
স্বাভাবিক গতি থেকে যে সুর বা চাল অনুভূত হয় ,তাকে বলা হয় “লয়”।
§
প্রকারভেদঃ লয়
তিন প্রকার-
§
(১)ধীর লয়,
§
(২)দ্রুত লয়,
§
(৩)মধ্যম বা বিলম্বিত লয়।
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।