ইক্তা ব্যবস্থার ওপর সংক্ষিপ্ত টিকা লেখো।

Nil's Niva
0

Q. Write a brief note on Iqta system.

ইক্তা ব্যবস্থার ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। 

ইক্তা ব্যবস্থা ছিল সুলতানি আমলের সামরিক ও ভূমি-রাজস্ব সংক্রান্ত একটি প্রধান প্রশাসনিক ব্যবস্থা। ভারতে এই ব্যবস্থার প্রবর্তক ছিলেন সুলতান ইলতুৎমিশ। 'ইক্তা' একটি আরবি শব্দ, যার অর্থ 'অংশ' বা 'খণ্ড'। এই ব্যবস্থায় সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চলকে ছোট-বড় অংশে (ইক্তা) ভাগ করা হতো। এই ইক্তাগুলির দায়িত্ব সামরিক অভিজাত বা সেনাপতিদের হাতে দেওয়া হতো, যাঁরা 'ইক্তাদার', 'মুক্তি' বা 'ওয়ালি' নামে পরিচিত ছিলেন।

ইক্তাদারের প্রধান কাজ ছিল: ১. নিজের ইক্তা থেকে ভূমি-রাজস্ব (খরাজ) আদায় করা। ২. সেই রাজস্ব থেকে নিজের বেতন এবং নিজের অধীনস্থ সৈন্যদের বেতন মেটানো। ৩. সুলতানের প্রয়োজনে নির্দিষ্ট সংখ্যক সৈন্য (ঘোড়সওয়ার) সরবরাহ করা।

ইক্তাদাররা ইক্তার মালিক ছিলেন না, তাঁরা কেবল রাজস্ব আদায়ের দায়িত্বপ্রাপ্ত ছিলেন। উদ্বৃত্ত রাজস্ব (ফওয়াজিল) সুলতানের কোষাগারে জমা দিতে হতো।প্রথমদিকে এই পদ বংশানুক্রমিক ছিল না এবং ইক্তাদারদের এক ইক্তা থেকে অন্য ইক্তায় বদলি করা হতো। তবে ফিরোজ শাহ তুঘলকের আমলে এটি বংশানুক্রমিক হয়ে পড়ে, যা সাম্রাজ্যকে দুর্বল করে দেয়।

 

জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার

তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি

6295916282; 7076398606

জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার

তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি

অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
bookstore