উলেমাদের প্রতি সুলতান আলাউদ্দিন খলজির মনোভাব কী ছিল?

Nil's Niva
0

Q. What were the attitude of Sultan Alauddin Khalji towards the ulemas?

উলেমাদের প্রতি সুলতান আলাউদ্দিন খলজির মনোভাব কী ছিল?

'উলেমা' ছিলেন তৎকালীন ইসলামি ধর্মতত্ত্ববিদ ও আইনজ্ঞ গোষ্ঠী, যাঁরা রাষ্ট্রীয় নীতিতে শরিয়তি আইনের প্রয়োগের জন্য সুলতানকে পরামর্শ দিতেন। উলেমাদের প্রতি সুলতান আলাউদ্দিন খলজির মনোভাব ছিল সম্পূর্ণ বাস্তববাদী এবং রাষ্ট্রকেন্দ্রিক। আলাউদ্দিনই প্রথম সুলতান যিনি স্পষ্টভাবে ঘোষণা করেন যে, রাষ্ট্রীয় নীতি (জাওয়াবিত) ধর্মীয় অনুশাসনের (শরিয়ত) দ্বারা নির্ধারিত হবে না, বরং তা রাষ্ট্রের প্রয়োজনে নির্ধারিত হবে।

তিনি প্রশাসন, সামরিক বা অর্থনৈতিক সংস্কারের (যেমন: বাজার দর নিয়ন্ত্রণ) মতো রাষ্ট্রীয় বিষয়ে উলেমাদের হস্তক্ষেপ একেবারেই বরদাস্ত করতেন না। আলাউদ্দিন উলেমাদের রাজনৈতিক ক্ষমতা সম্পূর্ণ খর্ব করে সুলতানের চূড়ান্ত কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন। তিনি ধর্মকে রাষ্ট্রের অধীনস্থ করেছিলেন, রাষ্ট্রকে ধর্মের অধীনস্থ করেননি।

 

জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার

তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি

6295916282; 7076398606

জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার

তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি

অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
bookstore