টীকা লেখঃ পানিপথের যুদ্ধের গুরুত্ব, তাৎপর্য ও ফলাফল লেখ।
১৫২৬ খ্রিস্টাব্দে মুঘল সম্রাট
বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে পানিপথের প্রথম যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধ মধ্য যুগের
ভারতের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ঘটনা। পানিপথের প্রথম যুদ্ধ ভারতের রাজনীতিতে কোনো
মৌলিক পরিবর্তন না ঘটালেও ইব্রাহিম লোদির পরাজয়ের মাধ্যমে ভারতের ইতিহাসে মুঘলদের নেতৃত্বে
নতুন অধ্যায়ের সূচনা হয়।
পানিপথের প্রথম যুদ্ধের গুরুত্ব
ও ফলাফল: এই যুদ্ধের গুরুত্ব ছিল অপরিসীম।
১. এই যুদ্ধের ফলে আফগান শক্তি
ছত্রভঙ্গ হয়ে পড়ে। ডঃ আর ত্রিপাঠী পানিপথের যুদ্ধ সম্পর্কে মন্তব্য করেছেন -
"এই যুদ্ধ ছিল এক চূড়ান্ত ক্ষমতা নির্ণায়ক যুদ্ধ"।
২. পানিপথের যুদ্ধ জয়ের ফলে বাবরের
কাছে আগ্রা ও দিল্লীর পথ খুলে যায়, ভারতে মুঘল সাম্রাজ্য স্থাপনের প্রথম ধাপ সম্পন্ন
হয়।
৩. বাবরের গোলন্দাজ বাহিনীর কাছে
ইব্রাহিমের বাহিনী যে যুদ্ধ জয় করতে অক্ষম-একথা স্পষ্ট হয়। এতে বাবরের সামরিক শ্রেষ্ঠত্ব
প্রমাণিত হয়।
৪. পানিপথের যুদ্ধে মহান লোদি
সাম্রাজের অবসান ঘটে। বিশালতা ও শ্রেষ্ঠত্বের দিক থেকে এই শক্তিশালী সাম্রাজ্য রোমান
সাম্রাজ্যের সমকক্ষতার দাবি করতে পারত।
৫. ঐতিহাসিক জন রিচার্ডস-এর মতে,
পানিপথের প্রথম যুদ্ধে জয়ের পর বাবর ভারতের ধনসম্পদ নিয়ে নাদির শাহ বা তৈমুর লঙের মতো
ভারত ত্যাগ করেনি। উপরন্তু ভারতের ভূমিভাগ ও সমৃদ্ধশালী নগরগুলিকে একত্রিত করে শাসন
করার সংকল্প নেন।
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।