৫.গোষ্ঠী বলতে কী বোঝ?
অথবা
গোষ্ঠীর ধারণা দাও।
অথবা
গোষ্ঠীর সংজ্ঞা দাও।
v গোষ্ঠীঃ
গোষ্ঠী শব্দটি ইংরেজী শব্দ 'Group' যেটি
গৃহীত হয়েছে 'French' শব্দ 'Groupe' থেকে যার অর্থ Cluster বা Group। গোষ্ঠীর অর্থ
বোঝাতে নির্দিষ্ট জাতিগোষ্ঠী, শ্রেণী, পরিবারের গোষ্ঠী, ধর্মীয় গোষ্ঠী, বন্ধু গোষ্ঠী,
জাতি গোষ্ঠী, পেশা গোষ্ঠী, লিঙ্গ গোষ্ঠী ইত্যাদি বোঝায়। যদিও সমাজতাত্ত্বিক আলোচনায়
গোষ্ঠীর অর্থ সাধারণভাবে স্থান, কাল ও পাত্র বিশেষে আলোকপাত করা হয়েছে। যেমন অন্তর
গোষ্ঠী ও বহিঃগোষ্ঠী, স্থায়ী গোষ্ঠী, অস্থায়ী গোষ্ঠী, প্রাথমিক গোষ্ঠী ও গৌণ গোষ্ঠী।
জর্জ জিমেল আবার দুইজনের গোষ্ঠীকে DYAD এবং তিন জনের গোষ্ঠীকে TRIAD বলেছেন। সাধারণত
ব্যক্তি সমষ্টি হল সামাজিক গোষ্ঠী।
সংজ্ঞাঃ
R.M. Maclver & Page-এর অভিমত অনুসারে পরস্পরের সঙ্গে সামাজিক সম্পর্কের বন্ধনে
আবদ্ধ ব্যক্তিবর্গের যে-কোন সমষ্টিই হল গোষ্ঠী।
Harry. M. Johnson বলেছেন সামাজিক গোষ্ঠী হল সামাজিক মিথষ্ক্রিয়ার একটি ব্যবস্থা বিশেষ (A
Social group is a system of social interaction)%
Pascal Gisbert গোষ্ঠী সম্পর্কে যে অভিমত প্রকাশ করেছেন তা হল, সামাজিক গোষ্ঠী হল সেই ধরনের
ব্যক্তির সমষ্টি যারা স্বীকৃত একটি সংগঠনের মধ্যে একে অপরের ওপর ক্রিয়াশীল।
Tom Bottomore-এর সংজ্ঞাটি সংক্ষিপ্ত ও তাৎপর্যপূর্ণ- সাংগঠনিক কাঠামোর মধ্যে পরস্পরের
সঙ্গে সম্পর্কযুক্ত এক মানব গোষ্ঠীই হল সামাজিক গোষ্ঠী।
ভিন্ন ভিন্ন সমাজতাত্ত্বিক ভিন্ন ভিন্ন
সংজ্ঞা প্রদান করলেও সকলের বক্তব্যের মধ্যে যে সমরূপতা পরিলক্ষিত হয় তাহল সামাজিক গোষ্ঠী
সমাজস্থ ব্যক্তিবর্গের সমন্বয় যা বৈশিষ্ট্যগত দিক থেকে প্রায় সমরুপ।
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।