প্রশ্ন - নুরজাহান জুনতা/ নুরজাহান চক্র বলতে কী
বোঝ?
জাহাঙ্গীরের অসুস্থতা ও অন্ধ পত্নীপ্রেমের
সুযোগে উচ্চাকাঙ্ক্ষী নূরজাহান ধীরে ধীরে মুঘল সাম্রাজ্যের সকল ক্ষমতা হস্তগত করেন
এবং নিকটআত্মীয়দের নিয়ে একটি দল গড়ে তোলেন। এটি নূরজাহান চক্র নামে পরিচিত। নুরজাহানের
নেতৃত্বাধীন এই চক্রের অন্যান্য সদস্যরা ছিলেন তাঁর পিতা মির্জা গিয়াস বেগ, ভ্রাতা
আসফ খাঁ, শাহজাদা খুররম (শাহজাহান) ও বিশিষ্ট অভিজাত মহবৎ খাঁ।
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।