প্রশ্ন: সাহিত্যিক ও প্রত্নতাত্ত্বিক উপাদানগুলির মধ্যে পার্থক্য আলোচনা করো।
*****************************************
উত্তরঃ সাহিত্যিক উপাদানের তুলনায় প্রত্নতাত্ত্বিক উপাদান কোন্ দিক থেকে শ্রেষ্ঠ তা বোঝার জন্য সাহিত্যিক ও প্রত্নতাত্ত্বিক উপাদানগুলির মধ্যে পার্থক্য নীচে আলোচনা করা হল-
প্রথমত, সাহিত্যিক উপাদানের মতো প্রত্নতাত্ত্বিক উপাদানে পরিবর্তন আসে না। প্রাকৃতিক কারণে নষ্ট হওয়া বা ভেঙে যাওয়া ছাড়া অপরিবর্তিত থাকে। যেমন, জাদুঘরে রাখা মুদ্রাগুলি যেমন ছিল তেমনই আছে এবং থাকবে। শুধু ঐতিহাসিকদের ব্যাখ্যা করার দৃষ্টিভঙ্গি বদলায়, কিন্তু মূল বিষয়ের কোনোরকম পরিবর্তন ঘটে না।
দ্বিতীয়ত, প্রত্নতাত্ত্বিক উপাদান সাধারণত ভুল তথ্য পরিবেশন করে না। সাহিত্যিক উপাদানে বেশিরভাগ ক্ষেত্রে কিছু অতিশয়োক্তি থাকে। কিন্তু প্রশস্তিগুলিতে কোনো-কোনো ক্ষেত্রে কিছু অতিশয়োক্তি থাকে বলে মনে হলেও বেশিরভাগ ক্ষেত্রেই এগুলিতে উল্লেখিত প্রাসঙ্গিক নানা তথ্য নির্ভুল থাকে।
তৃতীয়ত, খননকার্যের ফলে প্রাপ্ত বিভিন্ন প্রত্নবস্তু, যথা-দেবদেবীর মূর্তি, মাটির পাত্র, খাদ্যশস্য, ঘরবাড়ি প্রভৃতি সমাজ ও সংস্কৃতির যে ধরনের নিদর্শন তুলে ধরে সাহিত্যিক উপাদানগুলি সে বিষয়ে অপারগ।
পরিশেষে বলা যায় যে, প্রত্নতাত্ত্বিক উপাদানের তুলনায় সাহিত্যিক উপাদানগুলি কম নির্ভরযোগ্য হলেও প্রাচীন ভারতের সম্পূর্ণ ও পূর্ণাঙ্গ ইতিহাস রচনা করতে হলে বা যে-কোনো রাজ্য বা রাজবংশের পূর্ণাঙ্গ ইতিহাস রচনা করতে হলে এবং তা ধারাবাহিকভাবে বর্ণনা করতে হলে সাহিত্যিক উপাদানগুলি অপরিহার্য। উভয় উপাদানের সাহায্যেই আজকে আমরা প্রাচীন ভারতের পূর্ণাঙ্গ ইতিহাস রচনা করতে পেরেছি।
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।