তুলনামূলক রাজনীতির অর্থ আলোচনা করো।

Nil's Niva
0

প্রশ্ন- তুলনামূলক রাজনীতির  অর্থ আলোচনা করো। 

উত্তরঃ বর্তমানে তুলনামূলক রাজনীতিতে রাজনীতিক প্রতিষ্ঠান ও প্রক্রিয়ার অর্থবহ আলোচনা করা হয়। এই আলোচনার পদ্ধতি সম্পূর্ণ তুলনামূলক। এই আলোচনার উদ্দেশ্য হল রাজনীতিক প্রতিষ্ঠান ও প্রক্রিয়া সম্পর্কিত সাধারণ সমস্যাদির পর্যালোচনা এবং উত্থিত প্রশ্নসমূহের মীমাংসা। তুলনামূলক রাজনীতির তুলনার ক্ষেত্র অতিমাত্রায় সম্প্রসারিত। তুলনামূলক আলোচনার এই প্রসারিত পরিধিতে যথাসম্ভব অধিক সংখ্যক রাজনীতিক ব্যবস্থাকে আলোচনার অন্তর্ভুক্ত করা হয়। তুলনামূলক রাজনীতিতে রাজনীতিকে কেন্দ্রীয় বিষয় হিসাবে বিচার-বিবেচনা করা হয় এবং রাজনীতিকে সামজিক ক্রিয়া হিসাবেই গণ্য করা হয়। সমাজে ব্যক্তিবর্গের মধ্যে ক্ষমতার জন্য উচ্চাকাঙক্ষা থাকে। এই উচ্চাকাঙক্ষার কারণে বিরোধাদির মীমাংসা ও সমন্বয় সাধন সম্পর্কিত গভীর বিচার-বিবেচনা ও সিদ্ধান্ত গ্রহণের ক্রিয়াকর্ম গুরুত্ব লাভ করে। এ ধরনের ক্রিয়াকর্মের আলোচনাই রাজনীতি হিসাবে তুলনামূলক রাজনীতির অন্তর্ভুক্ত হয়। 


জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার

তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি

অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
bookstore