তুলনামূলক রাজনীতি কাকে বলে

Nil's Niva
0

প্রশ্ন- তুলনামূলক রাজনীতি কাকে বলে ? 

উত্তরঃ যে কোন সামাজিক বিজ্ঞানের সংজ্ঞা তার আলোচনা বিষয়ের উপর নির্ভরশীল। সামাজিক বিজ্ঞান মাত্রেই গতিশীল। এই কারণে কোন বিশেষ একটি সংজ্ঞা সর্বকালের জন্য সর্বজনগ্রাহ্য বলে বিবেচিত হয় না। তুলনামূলক রাজনীতির ক্ষেত্রেও এ কথা সমভাবে প্রযোজ্য। তুলনামূলক রাজনীতির আলোচ্য বিষয় প্রসঙ্গেও এরকম বিতর্ক বর্তমান। স্বভাবতই তুলনামূলক রাজনীতিরও বিবিধ সংজ্ঞা পরিলক্ষিত হয়।

সংজ্ঞা-  

            রাষ্ট্রবিজ্ঞানের তাত্ত্বিক আলোচনায় বৌদ্ধিক বিপ্লব সংঘটিত হওয়ার আগেও তুলনামূলক রাজনীতি ছিল। তখন অধিকাংশ মার্কিন ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ে বিবিধ বিদেশী সরকারের আলোচনাই তুলনামূলক সরকার হিসাবে পরিগণিত হত। ব্লনডেল তাঁর Comparative Government : A Reader শীর্ষক গ্রন্থে বলেছেন যে, তুলনামূলক সরকারের আলোচনা হবে তুলনামূলক ভিত্তিতে সরকারসমূহের আলোচনা। সাধারণভাবে কেউ কেউ বলেছেন যে সমকালীন পৃথিবীতে জাতীয় সরকারসমূহের পর্যালোচনাই হল তুলনামূলক সরকার। এডওয়ার্ড ফ্রিম্যান-এর অভিমত অনুযায়ী তুলনামূলক রাজনীতি হল বিভিন্ন রাজনীতিক প্রতিষ্ঠানের ও বিভিন্ন সরকারী কাঠামোর তুলনামূলক পর্যালোচনা । কারটিস তাঁর Comparative Government and Politics শীর্ষক গ্রন্থে তুলনামূলক রাজনীতির ধারণা সংজ্ঞায়িত করতে গিয়ে বলেছেন যে, বিভিন্ন রাজনীতিক প্রতিষ্ঠানের কার্যপ্রক্রিয়া ও রাজনীতিক আচার-আচরণের মধ্যে তাৎপর্যপূর্ণ ও নিয়মানুগ সাদৃশ্য ও বৈশাদৃশ্যসমূহের বিচার-বিশ্লেষণই হল তুলনামূলক রাজনীতি ।


জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার

তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি

অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
bookstore