অর্ধতৎসম শব্দ বলতে কী বোঝো? উদাহরণ দাও।

Nil's Niva
0

প্রশ্ন- অর্ধতৎসম শব্দ বলতে কী বোঝো? উদাহরণ দাও।

*****************************************

উত্তরঃ 

  • অর্ধতৎসম শব্দ-      

         সংস্কৃত বা বৈদিক শব্দ অনেক সময় কিছুটা পরিবর্তিত হয়ে বাংলায় গৃহীত হয়েছে। অল্প পরিবর্তিত এই সমস্ত শব্দগুলিকে অর্ধ-তৎসম শব্দ বলে। অর্ধতৎসম শব্দের অপর নাম ভগ্ন তৎসম শব্দ। এই শ্রেণির শব্দ প্রাকৃতের মধ্য দিয়ে না গিয়ে কিছুটা পরিবর্তিত হয়ে সরাসরি বাংলায় গৃহীত হয়েছে। তদ্ভব ও অর্ধতৎসম শব্দ উভয়েরই মূল সংস্কৃত। তবে তদ্ভব শব্দের বিবর্তনে ইতিহাসের স্বাক্ষরটি বর্তমান। কিন্তু অর্ধ-তৎসম শব্দে সেই ইতিহাসের স্বাক্ষর না থেকেও আছে উচ্চারণ বিকৃতি। 

  • উদাহরণ:

ভক্তি > ভকতি, রৌদ্র > রোদ, দর্শন > দরশন, জন্ম > জনম,

কীর্তন > কেত্তন, প্রদীপ > পিদিম, প্রণাম > পেন্নাম, শ্রী > ছিরি প্রভৃতি। 




জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার

তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি

অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
bookstore