প্রশ্ন- অর্ধতৎসম শব্দ বলতে কী বোঝো? উদাহরণ দাও।
*****************************************
উত্তরঃ
- অর্ধতৎসম শব্দ-
সংস্কৃত বা বৈদিক শব্দ অনেক সময় কিছুটা পরিবর্তিত হয়ে বাংলায় গৃহীত হয়েছে। অল্প পরিবর্তিত এই সমস্ত শব্দগুলিকে অর্ধ-তৎসম শব্দ বলে। অর্ধতৎসম শব্দের অপর নাম ভগ্ন তৎসম শব্দ। এই শ্রেণির শব্দ প্রাকৃতের মধ্য দিয়ে না গিয়ে কিছুটা পরিবর্তিত হয়ে সরাসরি বাংলায় গৃহীত হয়েছে। তদ্ভব ও অর্ধতৎসম শব্দ উভয়েরই মূল সংস্কৃত। তবে তদ্ভব শব্দের বিবর্তনে ইতিহাসের স্বাক্ষরটি বর্তমান। কিন্তু অর্ধ-তৎসম শব্দে সেই ইতিহাসের স্বাক্ষর না থেকেও আছে উচ্চারণ বিকৃতি।
- উদাহরণ:
ভক্তি > ভকতি, রৌদ্র > রোদ, দর্শন > দরশন, জন্ম > জনম,
কীর্তন > কেত্তন, প্রদীপ > পিদিম, প্রণাম > পেন্নাম, শ্রী > ছিরি প্রভৃতি।
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।