প্রশ্ন- দেশি শব্দ বলতে কী বোঝো? উদাহরণ দাও।
*****************************************
উত্তরঃ
- দেশি শব্দ-
বঙ্গদেশে প্রাচীনকালে কোল, ভিল, শবর, সাঁওতালি প্রভৃতি অনার্য জাতির ভাষা প্রচলিত ছিল। এখনও ক্ষীণভাবে সেগুলি আছে। তাদের ভাষা থেকে যে সমস্ত শব্দ বাংলা ভাষায় গৃহীত জ্ঞাতমূল শব্দ। আবার অনেক সময় কোনো শব্দের মূল বা উৎস জানা যায়নি। এই অজ্ঞাতমূল শব্দগুলিকেও দেশি শব্দ বলে মনে করা হয়।
- উদাহরণ-
খোকা, কুলো, চিংড়ি, ছানা, ঝাঁটা, ডিঙি, পেট, নালা, ডোবা, বিটকেল, ঢেঁকি, ঢেউ, বাদুড়, পাঁঠা, মুড়ি, কুকুর, অঢেল, ঘাড়, গাড়ি, ঝানু, ঝোল, ঝিঙে, ঝাঁকা, ডাহা, ডগমগ, ঢাল, ঢিল, ঢোল, তেঁতুল, থোড়, দরমা, বাবা প্রভৃতি।
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।