টীকা লেখো: ভারতের জনগোষ্ঠী।

Nil's Niva
0

টীকা লেখো: ভারতের জনগোষ্ঠী।

*****************************************

উত্তরঃ দেশীয় প্রাচীন অধিবাসী তথা দ্রাবিড়, কোল, ভিল, মুন্ডা, সাঁওতাল এবং বিভিন্ন বিদেশি জাতি, যেমন-আর্য, পারসিক, শক, হুন, পহুব, কুষাণ, আরব, তুর্কি, পাঠান, মোঙ্গল, ইংরেজ, ফরাসি, ওলন্দাজ, পোর্তুগিজ প্রভৃতি মিশে গিয়ে আজকের ভারতীয় 'মহাজাতি' গঠিত হয়েছে।

আজকে কাউকেই আলাদাভাবে চিহ্নিত করা কঠিন। তবে নৃতত্ত্ববিদগণ, যেমন-স্যার হারবার্ট রিসলে, ড. বিরজা শঙ্কর মানবদেহের গঠন ও ভাষার ভিত্তিতে ভারতীয় জনগোষ্ঠীকে কয়েকটি ভাগে ভাগ করেছেন। যেমন-নর্ডিক, দ্রাবিড়, নেগ্রিটো, মোঙ্গলীয় প্রভৃতি।

১. নর্ডিক : নর্ডিক বা আর্যরা বিদেশাগত, গৌরবর্ণ, দীর্ঘ আকৃতি ও উন্নত নাসিকাযুক্ত। এদের ভাষা থেকে সংস্কৃত ভাষা উদ্ভূত। এই গোষ্ঠীর মানুষ প্রথমদিকে পাঞ্জাব, গঙ্গা, যমুনা, দোয়াব অঞ্চলে বাস করত, পরে সারা ভারতে ছড়িয়ে পড়ে।

২. দ্রাবিড়: এরা প্রধানত দক্ষিণ ভারতীয়। তামিল, তেলুগু, মালয়ালম প্রভৃতি ভাষাভাষীর মানুষরা হল দ্রাবিড়। এরা খর্বাকৃতি, কৃষ্ণকায় এবং এদের মাথার চুল কোঁকড়ানো।

৩. নেগ্রিটো: একমাত্র আন্দামান দ্বীপপুঞ্জ, দক্ষিণ ভারত, বিহার, ঝাড়খন্ডের কিয়দংশতে এদের পাওয়া যায়। এরা খর্বকায় ও কৃষ্ণবর্ণ।

৪. মোঙ্গলীয়: আসাম, উত্তর-পূর্ব সীমান্ত অঞ্চল, সিকিম প্রভৃতি অঞ্চলে এই জাতি- গোষ্ঠীর বাস। এরা খর্বাকৃতি, এদের গাত্রবর্ণ হলুদ, নাক চ্যাপটা, চোখ ছোটো।

৫. প্রোটো-অস্ট্রালয়েড: এদের সঙ্গে অস্ট্রেলিয়ার আদি মানবদের মিল আছে। ভারতের কোল, ভিল, মুন্ডা, সাঁওতাল প্রভৃতি জাতিগোষ্ঠীর মানুষরা এই শ্রেণির অন্তর্ভুক্ত। এদের গাত্রবর্ণ কৃষ্ণ, চুল তামাটে, কপাল চওড়া, নাক লম্বা।

৬. ভূমধ্যসাগরীয়: এদের আদি বাসস্থান ছিল মধ্য এশিয়ায়। ক্রমে তারা ছড়িয়ে পড়ে বাংলা, বিহার, ওড়িশা, মহারাষ্ট্র, গুজরাট, কর্ণাটক অঞ্চলে। এদের দেহের গড়ন মাঝারি ও গায়ের রং ছিল শ্যামবর্ণের।

এইসব জাতিগোষ্ঠীর মিশ্রণে গড়ে উঠেছে ভারতীয় 'মহাজাতি' এবং তাদের নিজস্ব স্বতন্ত্রতা হারিয়ে গড়ে উঠেছে এক মিশ্র সংস্কৃতি। ড. ভিনসেন্ট স্মিথ তাই ভারতকে 'নৃতাত্ত্বিক জাদুঘর' বলে অভিহিত করেছেন।


জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার

তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি

অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
bookstore