উত্তরঃ
বেকারত্বের সংজ্ঞা-
Professor Ram Ahuja-র মতে, কোনো ব্যক্তি যদি তার দক্ষতা এবং ইচ্ছা থাকা সত্ত্বেও কোনো পারিশ্রমিকধর্মী কর্ম করে উপার্জন করতে অক্ষম হয়, তখন তাকে বেকার বলে।
D. Mello-র মতে, বেকারত্ব হচ্ছে সেই অবস্থা যে অবস্থাতে ব্যক্তি রাজি থাকা সত্ত্বেও কোনো পারিশ্রমিকমূলক কাজ পায় না।
C. N. Shankar Rao-এর মতে, বেকারত্ব মূলত সেইসব পুরুষ ও মহিলাদেরকে বোঝায় যারা দেশের শ্রমশক্তি গঠন করে, যারা সক্ষম এবং কাজ করতে ইচ্ছুক কিন্তু লাভজনকভাবে নিযুক্ত নয়।
সুতরাং, বলা যায় যে. বেকারত্ব হল কর্মসংস্থানের অভাবে কর্মক্ষম লোকের কর্মহীন অবস্থাতে থাকা। প্রচলিত পারিশ্রমিকে কাজ করতে আগ্রহী হওয়া সত্ত্বেও যোগ্যতা অনুযায়ী কোনো ব্যক্তি যদি কাজ না পায়, তখন সেই ব্যক্তিকে বেকার বলা হয়।
বেকারত্বের কারণ-
ভারতবর্ষে বেকারত্বের প্রধান কারণগুলি নিম্নে উল্লেখ করা হল। যেমন-
১। শিক্ষাগত কারণ-
[i] ভারতবর্ষে 2011 সালের Census Report অনুযায়ী প্রায় 25 শতাংশ মানুষ নিরক্ষর। অশিক্ষা বা নিরক্ষরতার কারণে একটা বিপুল সংখ্যক মানুষ কর্ম উপযোগী জ্ঞান, দক্ষতা বা পারদর্শিতা অর্জন করতে ব্যর্থ হয়।
[ii] শিক্ষিত যুবক-যুবতিদের যোগ্যতা অনুযায়ী চাহিদা ও যোগ্যতার নিরিখে কর্মসংস্থানের সরবরাহের মধ্যে ব্যাপক অসাম্যতা বেকারত্ব সৃষ্টি করছে।
[iii] অনেক সময় শিক্ষাব্যবস্থা কর্মমুখী বা সামাজিক চাহিদা ভিত্তিক না হওয়ায় শিক্ষিত ব্যক্তিদের মধ্যে বেকারত্ব দেখা যায়।
২। অর্থনৈতিক কারণ-
[i] অনেক সময় পুঁজির অভাবে সরকার শিল্প-বাণিজ্য বিনিয়োগ করতে অক্ষম হয়।
[ii] অনেক সময় প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিরা অর্থের অভাবে স্ব-কর্ম সংস্থানের উদ্যোগ নিতে ব্যর্থ হয়।
[iii] অসম অর্থনৈতিক প্রতিযোগিতা ও মন্দাবাজার বেকারত্ব সৃষ্টি করে।
৩। জনবিস্ফোরণ-
[i] ভারতবর্ষে বেকারত্বের অন্যতম কারণ হল জনস্ফীতি। বিপুল সংখ্যক জনগণের দক্ষতা ও যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের জোগান দেওয়া সরকারের পক্ষে চাপের বিষয়।
[ii] জনবিস্ফোরণের কারণে সকল নাগরিক গুণগতমানের শিক্ষা থেকে বঞ্চিত হওয়ায় কর্মসংস্থান বাজারে অনুপোযোগী হয়ে পড়ছে।
৪। শিল্পের অনগ্রসরতা-
বর্তমানে সরকারি বা বেসরকারি পুঁজির অভাব বা উদ্যোগের অভাব বা শ্রমিক অসন্তোষ বা দক্ষ শ্রমিকের অভাবে নতুন নতুন কলকারখানা বা শিল্প গড়ে উঠছে না।
৫। কৃষিক্ষেত্রে অনগ্রসরতা-
ভারতবর্ষের অর্থনীতির মূল ভিত্তি হল কৃষি। কিন্তু কৃষিব্যবস্থা যথেষ্ট উন্নত নয়, মৌসুমি বায়ু নির্ভর। অনেক সময় কৃষকরা তাদের উৎপাদিত ফসলের ন্যায্য দাম পায় না। ফলে বর্তমানে ভারতবর্ষে একটা বিপুল সংখ্যক কৃষক পরিবার কৃষিকার্যে যুক্ত হতে অনিচ্ছুক। কৃষক পরিবারের ছেলেমেয়েদের মধ্যে বেকারত্ব ক্রমশ প্রকট হচ্ছে।
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
6295916282; 7076398606
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।