প্রথম মহীপাল সম্পর্কে যা জানো লেখো। Write a short note on Mahipala-I.

Nil's Niva
0

Q. Write a short note on Mahipala-I. 
প্রথম মহীপাল সম্পর্কে যা জানো লেখো।

প্রথম মহীপাল

    দ্বিতীয় বিগ্রহপালের পুত্র মহীপাল 977 খ্রিস্টাব্দে বাংলাদেশে পাল সাম্রাজ্যের সিংহাসনে বসেন। এই সময় পাল সাম্রাজ্যের পূর্বগৌবর প্রায় অস্তমিত হয়েছিল এবং মগধের ক্ষুদ্র গন্ডির মধ্যেই প্রকৃতপক্ষে পাল শাসন সীমাবদ্ধ হয়ে পড়েছিল। এ অবস্থা থেকে পাল সাম্রাজ্যকে তার পূর্বগৌরবে প্রতিষ্ঠিত করা ছিল প্রথম মহীপালের অন্যতম দায়িত্ব। সাফল্যের সঙ্গে প্রথম মহীপাল এই দায়িত্ব পালন করেন। 

    প্রথম মহীপালের রাজত্বকাল সম্পর্কে জানবার জন্য ঐতিহাসিকরা সাধারণভাবে নারায়ণ পূরমূর্তি লেখ, বাঘাউরা মূর্তিলেখ, বানগড় তাম্রশাসন, বেলোয়া তাম্রশাসন, সারনাথ লেখ প্রভৃতি প্রত্নতাত্ত্বিক উপাদানের ওপর নির্ভর করেছেন। 

    ঐতিহাসিক R C Majumdar তাঁর 'History of Acnient Bengal' গ্রন্থে এই পর্যায়ে মহীপালের পিতৃরাজ্য বলতে সমগ্র বঙ্গদেশকেই চিহ্নিত করেছেন। তবে অনেক ঐতিহাসিক এইমত পুরোপুরি গ্রহণ করেননি।প্রথম মহীপালের দ্বারভাঙা, ইমাদপুর, চেত্রাবন, ইত্যাদি লেখ বা প্রাপ্তিদেশ প্রমাণ করে যে বিহারের বেশ কিছু অংশ তার রাজ্যভুক্ত ছিল। আবার সারনাথ লেখ থেকে জানা যায় যে প্রথম মহীপালের রাজ্যসীমা বারাণসী পর্যত বিস্তৃত ছিল।

    প্রথম মহীপালের রাজত্বকালের এক গুরুত্বপূর্ণ ঘটনা হল চোল রাজা রাজেন্দ্র চোলের পূর্বভারত অভিযান । চোল সৈন্যবাহিনী এই সূত্রে উৎকল জয় করে বাংলার প্রবেশ করে। চোল রাজাদের অনেকেই ছিলেন মহীপালের বশীভূত মিত্র। এদের সঙ্গে নিয়ে মহীপাল রাজেন্দ্র চোলকে প্রতিহত করার চেষ্টা করেও সম্পূর্ণ ব্যর্থ হন। এরপর রাজেন্দ্র চোল 'চোঙ্গাইকোণ্ড' উপাধি গ্রহণ করেন এবং নিশ্চিতভাবেই এই সূত্রে প্রথম মহীপালের রাজনৈতিক জীবনের এক বড়ো ব্যর্থতা সূচিত হয়।

    রাজনীতির পাশাপাশি সংস্কৃতিক ক্ষেত্রেও প্রথম মহীপালের রাজত্বকাল ছিল গুরুত্বপূর্ণ। তাঁর রাজত্বকালে বৌদ্ধধর্ম পূর্বগৌরব ফিরে পায়। তিনি বহুসংঘ ও বুদ্ধমূর্তি বিভিন্ন স্থানে স্থাপন করেন। সারনাথের বৌদ্ধ বিহারগুলি তিনি সংস্কারসাধন করেন। তাঁর আমলে বাংলায় বহু বৌদ্ধ পন্ডিতের আগমন ঘটে। এঁদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন তিলোত্তমা, জ্ঞানশ্রী মিত্র প্রমুখ।

    সর্বোপরি জনপ্রিয় রাজ্য সংগঠক রূপেও প্রথম মহীপাল কৃতিত্বের পরিচয় দিয়েছেন। তাঁর প্রতিষ্ঠিত বেশ কিছু শহর ও পুষ্করিণী আজও তার জনপ্রিয়তার পরিচয় বহন করছে। দিনাজপুরের মহীপাল দিঘি, মুর্শিদাবাদের সাগরদিঘি এবং রংপুরে জেলার মহিগঞ্জ, বোগরার মহীপুর ইত্যাদি দিঘি ও শহর তাঁরই সৃষ্টি। সামগ্রিকভাবে প্রথম মহীপাল ছিলেন জনপ্রিয় শাসক এবং নিশ্চিতভাবেই তিনি পাল সাম্রাজ্যকে নবজীবন দান করেছিলেন।

জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার

তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি

অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
bookstore