Write a short note on Ismaili Dawah(ইসমাইলি দাওয়া).

Nil's Niva
0

Q. Write a short note on Ismaili Dawah.

  •   ইসমাইলি দাওয়া:

            অষ্টম শতকের মধ্যভাগে ইসলাম ধর্ম প্রচারের নতুন এক শাখারূপে ইসমাইলিদের আবির্ভাব হয়। নবম শতকের শুরুতে আব্দ আল্লা বিন মায়মুন এদের নেতৃত্ব দেন। ইসমাইলি ধর্মপ্রচারকদের এই সময় সাধারণভাবে নির্দেশ দেওয়া হয়, প্রচারকার্যে তারা যে দেশে যাচ্ছেন, তাদের বক্তব্য যেন সেখানকার স্থানীয় জনগণের সঙ্গে সংগতিপূর্ণ হয়। আব্দ আল্লা বিন মায়মুন ধর্মীয় প্রচারের আড়ালে রাজনৈতিক উদ্দেশ্য সিদ্ধ করতে চেয়েছিলেন |

            সিন্ধু দেশে আরব শাসকরা বলপূর্বক ইসলাম ধর্ম প্রজাদের ওপর আরোপ করতে চাননি। আরব বণিকরা সিন্ধুদেশকে কেন্দ্র করে একদিকে চিন ও শ্রীলঙ্কা এবং অন্যদিকে তুর্কিস্তান ও খোরাসানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলেন। একজন ইসমাইলি ধর্ম প্রচারক পীর সদর আব-দীন সিন্ধুদেশে ধর্মপ্রচারে নিজেকে নিয়োজিত করেন। দশাবতার নামে এক গ্রন্থের তিনি প্রচলন করেন। এতে ব্রহ্মাকে মহম্মদ, বিষ্ণুকে আলি এবং আদমকে শিবরূপে দেখানো হয়েছে। 

জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার

তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি

অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
bookstore