প্রশ্ন: রাষ্ট্রকূট কারা?

Nil's Niva
0

 

প্রশ্ন: রাষ্ট্রকূট কারা?

ANS. দক্ষিণ ভারতের রাজনৈতিক ইতিহাসে রাষ্ট্রকূটদের শাসনকাল উল্লেখযোগ্য। ত্রিশক্তি দ্বন্দ্বের সময় তাঁদের রাজনৈতিক প্রতিপত্তি দক্ষিণ ভারতের সীমানা ছাড়িয়ে উত্তর ভারতে বিস্তৃতি লাভ করেছিল। এই রাষ্ট্রকূটদের বংশ পরিচয় ও আদি বাসস্থান সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ আছে। বিস্তৃত রাষ্ট্রকূটদের আদি পরিচয় সম্পর্কে এখনও পর্যন্ত পাঁচটি মত উল্লেখযোগ্য।

1.প্রথম মতানুযায়ী: রাষ্ট্রকূটদের আদি অনুশাসন লিপিতে তারা নিজেদেরকে মহাভারতের যদু বংশীয় রাজা 'সাত্যকী' বংশধর বলে বর্ণনা করেছেন।

2.দ্বিতীয় মতানুযায়ী: অশোকের শিলালিপিতে বর্ণিত 'রাষ্ট্রীক' রাই হল পরবর্তীকালের রাষ্ট্রকূট।

3.তৃতীয় মতানুযায়ী: ঐতিহাসিক বার্নেল-এর মতে এদের আদিনিবাস ছিল অন্ধ্রপ্রদেশ এবং এরা ছিলেন সেখানকার রাড্ডিদের বংশধর।

4.চতুর্থ মতানুযায়ী: ঐতিহাসিক A S Alteker-এর মতে রাষ্ট্রকূটরা কর্ণটিকের অধিবাসী এবং তাঁদের মাতৃভাষা ছিল কানাড়ি।

5.পঞ্চম মতানুযায়ী: রমেশচন্দ্র মজুমদার-এর বক্তব্য সবচেয়ে উল্লেখযোগ্য। তিনি 'Ancient India' গ্রন্থে লিখেছেন- "The word Rastrakuta is used as the name of an official in early records of the Deccan and probably In- dicates. The heads of a rastra of province.” এইগুলির মধ্যে কোনটি সঠিক তা নিশ্চিতভাবে বলা কঠিন। তবে সাধারণভাবে বিশ্বাসযোগ্য অভিমত হল-রাষ্ট্রকূট শব্দটির উৎপত্তি কোনো এক আমলাতান্ত্রিক পদের নাম থেকে হয়েছিল। অনুমান করা হয় যে রাষ্ট্রকূটরা চালুক্য রাজাদের অধীনে সামন্ত হিসেবে উচ্চপদ নিযুক্ত ছিলেন। পরবর্তীতে শক্তি সঞ্চয় করে অনুকূল পরিস্থিতিতে তাঁরা স্বাধীন রাজবংশের প্রতিষ্ঠা করেন। এঁদের প্রথম উল্লেখযোগ্য শাসক ছিলেন ইন্দ্র। তবে সম্ভবত তাঁর পুত্র দন্তিদুর্গের সময় থেকেই রাষ্ট্রকূটদের প্রকৃত উত্থান শুরু হয়।

জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার

তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি

অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
bookstore