প্রশ্ন: মাৎস্যন্যায়ের যুগ' বলতে কী বোঝো? কে এই যুগের অবসান ঘটান?
ANS. 637 খ্রিস্টাব্দে
গৌড়রাজ শশাঙ্কের মৃত্যুর পর বাংলাদেশে যে রাজনৈতিক শূন্যতা ও বিশৃঙ্খলা দেখা দেয় তা
প্রায় দেড়শত বৎসর ধরে বাংলার জনজীবনকে বিপর্যস্ত করে তোলে। 637 খ্রিস্টাব্দ থেকে
750 খ্রিস্টাব্দে গোপালের উত্থানের সময় পর্যন্ত বাংলার ইতিহাসে যে নৈরাজ্য ও অরাজকতা
বিরাজমান ছিল, তা ধর্মপালের 'খালিমপুর তাম্রশাসন'-এ 'মাৎস্যন্যায়' নামে অভিহিত করা
হয়েছে। এই সময়কালে (637-750 খ্রিস্টাব্দ) সারা দেশে কোনো রাজা ছিল না। সাধারণ লোকের
দুঃখদুর্দশার অন্ত ছিল না। বলা যায়, যেমন বড়ো মাছ ছোটো মাছকে গিলে ফেলে, বাংলার মানুষের
অবস্থা ছিল একই। 750 খ্রিস্টাব্দে গোপাল নামক এক সামন্তকে রাজা নির্বাচিত করা হয়। এরপর
মাৎস্যন্যায় দূর হয় এবং পাল বংশের প্রতিষ্ঠা হয়।
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।