শংসাপত্রের নমুনা
*****************************************
প্রশ্নঃ একটি
সাধারণ শংসাপত্রের নমুনা যা শিক্ষাপ্রতিষ্ঠান বা প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রদান করা
শংসাপত্রের নমুনা লিপিবদ্ধ করো ।
জাতীয় যুব কম্পিউটার স্বাক্ষরতা
কেন্দ্র
নক্সালবাড়ী,
দার্জিলিং, ৭৩৪৪২৯
শংসাপত্র
তারিখঃ২১/০৬/২০২৪
এই মর্মে প্রত্যয়িত করা যাচ্ছে যে, নিতিশ
পাল, পিতা-পরেশ পাল, মাতা- সুজলা পাল, জন্ম তারিখ-২৪/০১/১৯৯৩ সে আমাদের কম্পিউটার প্রশিক্ষণ
কেন্দ্র থেকে সফলভাবে ৯৭% নাম্বার নায়ে কম্পিঊটারে ডিপ্লমা এবং ডিজিটাল মার্কেটিং কোর্স
কোর্স সফলভাবে সম্পন্ন করেছে।
তার চমৎকার পারফরম্যান্স ও কাজের মাধ্যমে
তিনি এই কোর্সের জন্য সমস্ত প্রয়োজনীয়তা পূরণ করেছেন। এই শংসাপত্রটি তাকে প্রদান
করা হল যথাযোগ্য সম্মান এবং শ্রদ্ধার সাথে।
দেবরাজ রায়
প্রধান
শিক্ষক
[সাক্ষর]
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
6295916282; 7076398606
www.gyanjyoti.info | Nil’s Niva
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।